Advertisement
Advertisement

Breaking News

Kunal Ghosh

মুখ্যমন্ত্রীর সঙ্গে ইউরোপ সফরে আমন্ত্রিত কুণাল ঘোষ, পাসপোর্ট ফেরত চেয়ে হাই কোর্টে তৃণমূল নেতা

'আপত্তি কীসের?', সিবিআইয়ের আপত্তিতে পালটা প্রশ্ন বিচারপতির।

Kunal Ghosh invited to Europe tour with CM Mamata Banerjee, moves Calcutta HC to get passport | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:August 31, 2023 2:57 pm
  • Updated:August 31, 2023 3:32 pm  

গোবিন্দ রায়: মুখ্যমন্ত্রীর সঙ্গে ইউরোপ সফরে যাওয়ার আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টের (Calcutta HC) দ্বারস্থ হলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। আগামী ১২ সেপ্টেম্বর ইউরোপের স্পেনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তাঁর সফরসঙ্গী হওয়ার আমন্ত্রণ পেয়েছেন দলের মুখপাত্র কুণাল ঘোষ। কিন্তু তাঁর পাসপোর্ট নিম্ন আদালতে জমা রয়েছে। তাই স্পেন (Spain) যেতে সেই পাসপোর্ট ফেরত পাওয়ার আবেদনে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। সিবিআই তাঁর বিদেশ যাত্রা নিয়ে প্রাথমিকভাবে আপত্তি জানিয়েছে। তবে হাই কোর্টের বিচারপতি তাতে প্রশ্ন তুলেছেন, আপত্তি কীসের? 

নিম্ন আদালতে পাসপোর্ট জমা রয়েছে কুণাল ঘোষ।  তা ফেরত পেতে আবেদন জানিয়েছেন কুণাল ঘোষ। বৃহস্পতিবার হাই কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে তাঁর হয়ে সওয়াল করেন দুই আইনজীবী সাবির আহমেদ ও অয়ন চক্রবর্তী। বিচারপতির পর্যবেক্ষণ, “আপনাদের জন্য অভিযুক্তরা কেন বারবার যন্ত্রণা ভোগ করবেন? তাঁদের বিরুদ্ধে দোষ তো প্রমাণিত নয়। বিচারাধীন কাউকে সরকার নেবে কি নেবে না, সেটা সরকারের ব্যাপার। কিন্তু কারও মৌলিক অধিকার খর্ব করার অধিকার নেই। তাছাড়া তিনি একজন সাংবাদিক। এর আগেও তিনি সিঙ্গাপুর গিয়েছিলেন। আবার ফিরেও এসেছেন। তাহলে আপত্তি কীসের? ”

Advertisement

[আরও পড়ুন: ‘দুষ্টের দমন, শিষ্টের পালন’, ‘জওয়ান’-এর রুদ্ধশ্বাস ট্রেলারে রবিনহুড শাহরুখ]

বৃহস্পতিবার কুণাল ঘোষের বিদেশ যাত্রার অনুমতিতে আপত্তি জানায় সিবিআই (CBI)।  কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, মামলা বিচারাধীন। এখনই অনুমতি দেওয়া যাবে না। এরপরই আদালতের প্রশ্ন, আপত্তি কীসের? এনিয়ে সিবিআইয়ের কাছে আপত্তির লিখিত বক্তব্য চায় আদালত। আগে কুণাল ঘোষকে সিঙ্গাপুরে যাওয়ার অনুমতি দিয়েছিল হাই কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির এজলাসই।এবারও অনুমতি মিলবে কি না, সেদিকেই নজর। এই সংক্রান্ত সওয়াল-জবাবের জন্য আগামী ৬ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন স্থির করা হলেও বিষয়টির গুরুত্ব বিবেচনা করে শুক্রবার সকালে শুনানি। 

[আরও পড়ুন: মিলল কেন্দ্রের অনুমতি, রাজ্যে বিনিয়োগ টানতে স্পেন ও দুবাই যাচ্ছেন মমতা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement