সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘আই অ্যাম মেলস’-এর পর ‘হু ইজ ইউ’। ভুল ইংরাজি বলে হাসির খোরাক বিরোধী দলনেতা তথা বিধায়ক শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে শুভেন্দুকে কটাক্ষ তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের।
ঠিক কী হয়েছিল? ভোটে রাজ্যজুড়ে অশান্তির অভিযোগ তোলে বিরোধী বিজেপি। ভোট শেষের পরই রাজ্য নির্বাচন কমিশনে যান শুভেন্দু অধিকারী। তিনি পৌঁছে দেখেন নির্বাচন কমিশনের দরজা তালা বন্ধ। তার ফলে স্বাভাবিকভাবেই অফিসের ভিতর ঢুকতে পারেননি। মেজাজ হারান শুভেন্দু। বারবার দরজা খোলার আবেদন জানান। দরজা কে বন্ধ করলেন সে প্রশ্ন করতে গিয়ে শুভেন্দু বলেন, ‘হু ইজ ইউ?’
শুভেন্দুর মেজাজ হারিয়ে ভুল ইংরাজিতে বাক্যালাপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তা নিয়েই উঠেছে হাসির রোল। শুভেন্দুর মেজাজ হারানোর ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। কার্যত কটাক্ষের সুরে তিনি লেখেন, “Who ‘is’ you!!!! ওওওওও শুভেন্দু, ওটা Who are you হবে তো। মাথার কী অবস্থা!!” যদিও এ বিষয়ে শুভেন্দু অধিকারীর পালটা কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
দেখুন ভিডিও:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.