সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিবিআইয়ের তথাকথিত চার্জশিট বিকৃত করে অপপ্রচার করা হচ্ছে। নির্দিষ্ট একজনকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। রাজ্যের বিরোধী দলনেতাকে পালটা আক্রমণ শানালেন তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। সিবিআইয়ের যে চার্জশিটের প্রসঙ্গ তুলে শুভেন্দু প্রভাবশালীর জড়িত থাকার অভিযোগ করছেন, সেই চার্জশিটেরই আরেকটি অংশ এদিন টুইট করেছেন কুণাল।
BJP is trying to spread some distorted campaign in the name of a chargesheet. Only to malign, question no 2 is being supplied, suppressing the 3. Since last 4/5 days Pegasus is pushing that to media and social media, proving his intention. Now I gift them question 3. Pl read. pic.twitter.com/gUkJtN0Abh
— Kunal Ghosh (@KunalGhoshAgain) November 23, 2022
দিন কয়েক আগেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) দাবি করেছেন, কয়লা পাচার কাণ্ড আসলে একটি বড়সড় চক্র। গুরুপদ মাঝির নাম চার্জশিটে উল্লেখ আছে। দুর্নীতির মোট অঙ্ক ২ হাজার ৪০০ কোটি টাকা। তার মধ্যে ১ হাজার কোটি টাকা রাজ্যের প্রভাবশালী এক রাজনীতিকের কাছে গিয়েছে। ওই প্রভাবশালী ব্যক্তি কে সেটা স্পষ্ট না করলেও তাঁর বর্ণনা দিতে গিয়ে শুভেন্দু দাবি করেছেন, তিনি নাকি রাজ্য প্রশাসনের অন্যতম নিয়ন্ত্রক।
তৃণমূল অবশ্য শুরু থেকেই দাবি করে আসছে বিজেপি সিবিআইকে (CBI) নিয়ন্ত্রণ করছে। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে চার্জশিটে কয়েকটি লাইন ঢুকিয়ে দেওয়া হয়েছে বলেও দাবি করেছিল তৃণমূল। এবার শাসকদলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ শুভেন্দু যে চার্জশিটকে হাতিয়ার করে আক্রমণ শানাচ্ছেন, সেই চার্জশিটেরই আরেকটি অংশ তুলে ধরে টুইট করলেন। কুণালের টুইটে কয়লা পাচারের অন্যতম অভিযুক্ত অনুপ মাজির বয়ানের একটি অংশ তুলে ধরা হয়েছে। যাতে অনুপ মাজি স্পষ্ট দাবি করেছেন, বিনয় মিশ্র তাঁকে AB’র নাম নিয়ে ভয় দেখাত বটে, কিন্তু তিনি AB নামের কারও সঙ্গে কখনও সরাসরি তার কোনও কথা হয়নি। এমনকী AB’র কোনও প্রতিনিধি বা তার সেক্রেটারির সঙ্গেও সরাসরি তাঁর কোনও কথা হয়নি।
টুইটে কুণাল ঘোষ দাবি করেছেন, স্রেফ তৃণমূলকে বদনাম করার জন্য তথাকথিত চার্জশিটের একটি অংশ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে। চার্জশিটের একটি অংশ দেখানো হচ্ছে, বাকি অংশ দেখানো হচ্ছে না। আজ আমি পুরো অংশ তুলে দিলাম। এতেই ওদের উদ্দেশ্য প্রমাণিত হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.