Advertisement
Advertisement
Kunal Ghosh

সল্টলেকে ডাক্তারদের উপর হামলা! বাম-অতি বামের ‘চক্রান্তে’ সাবধানবাণী কুণালের, গ্রেপ্তার ১

কুণাল ঘোষের আর্জি, অবিলম্বে পুলিশ প্রশাসন সল্টলেকের ধরনাস্থলে বহিরাগত প্রবেশ বন্ধ করুক।

Kunal Ghosh issues alert saying that conspiracy against junior doctors' protest
Published by: Sucheta Sengupta
  • Posted:September 13, 2024 5:14 pm
  • Updated:September 13, 2024 9:46 pm  

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: তিনদিন পেরিয়েও স্বাস্থ্যভবনের সামনে জারি রয়েছে জুনিয়র চিকিৎসকদের অবস্থান বিক্ষোভ। সেখানে একাধিকবার নানা রাজনৈতিক দলের সদস্যদের যাতায়াত নজরে এসেছে সকলের। যদিও কোনও রাজনৈতিক নেতানেত্রীকে নিজেদের ধরনামঞ্চে যোগ দিতে দেননি আন্দোলনকারীরা। তবে বামপন্থী মনস্ক একাধিক সেলিব্রিটিকে দেখা গিয়েছে সেখানে। আর সেখানেই চিকিৎসকদের উপর হামলার চক্রান্ত হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করলেন তৃণমূলের মিডিয়া কমিটির সদস্য কুণাল ঘোষ। শুক্রবার সোশাল মিডিয়া পোস্টে তিনি এ বিষয়ে বাম-অতি বামদের দায়ী করে সাবধান করলেন। এ নিয়ে একটি অডিও রেকর্ডও প্রকাশ করেছেন কুণাল। তাঁর এই ‘ষড়যন্ত্র’ প্রকাশ্যে আসার পর বিধাননগর পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে একজন। 

পোস্টের সমর্থনে কুণাল ঘোষ একটি কথোপকথনও তুলে ধরেছেন। লিখেছেন, বামেদের সূত্রেই তা হাতে এসেছে। কথোপকথন খানিকটা এরকম – সল্টলেক ওড়ানোর অর্ডার দিয়েছেন জনৈক সাহেব। তার জবাবে অপরজন লিখছেন, ওড়ানোর অর্ডার হলে উড়িয়ে দেওয়া হোক। X হ্যান্ডলে তা পোস্ট করে কুণাল ঘোষের দাবি, রাজ্য সরকার ও তৃণমূলকে বেকায়দায় ফেলতে এই ‘ভয়ংকর চক্রান্ত’ করছে বাম-অতিবামেরা। তাদের যুব সংগঠনের সদস্যদের যাতায়াতও রয়েছে ওই ধরনাস্থলে। আর তাই পুলিশের কাছে তাঁর আবেদন, স্বাস্থ্যভবনের সামনের সভাস্থলে ‘বহিরাগত’দের আনাগোনা রয়েছে। তাতে লাগাম পরানো হোক। কুণাল ঘোষের আর্জি, অবিলম্বে পুলিশ প্রশাসন ওখানে বহিরাগত প্রবেশ বন্ধ করুক।

[আরও পড়ুন: সঞ্জয়ের ‘আশ্রয়দাতা’ এএসআই অনুপের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু লালবাজারের]

আর জি কর হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় এই মুহূর্তে উত্তাল বাংলা। ঘটনার ন্যায়বিচারের দাবিতে পথে নেমেছে সবমহল। সুবিচারের পাশাপাশি নিজেদের নিরাপত্তা-সহ একাধিক দাবিতে সরব জুনিয়র চিকিৎসকরা। পুলিশ কমিশনার বিনীত গোয়েল, স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম-সহ ৩ স্বাস্থ্য অধিকর্তার পদত্যাগ তার মধ্যে অন্যতম। মঙ্গলবার দুপুর থেকে সল্টলেকে, স্বাস্থ্যভবনের সামনের রাস্তায় জুনিয়র চিকিৎসকরা। রাজ্য সরকার তাঁদের আলোচনার টেবিলে ডাকলেও তা ফলপ্রসূ হয়নি। আন্দোলনকারীদের লাইভ স্ট্রিমিংয়ের দাবি মানতে নারাজ নবান্ন। ফলে বৈঠকই হয়নি। নিজেদের অবস্থান জারি রাখছেন তাঁরা। এবার তাঁদের উপর হামলায় চক্রান্তের আশঙ্কা প্রকাশ করলেন কুণাল ঘোষ। সূত্রের খবর, অডিও ‘ষড়যন্ত্রে’ গড়ফা থেকে সঞ্জীব দাস নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

[আরও পড়ুন: মার্চে গ্রেপ্তার, সেপ্টেম্বরে মুক্তি, একনজরে কেজরির কারাবাস]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement