সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্নীতিতে বিরোধী দলনেতার যোগ নিয়ে আগাগোড়া সরব শাসকদলের নেতানেত্রীরা। সম্প্রতি শিক্ষক নিয়োগ দুর্নীতিতে শুভেন্দু অধিকারীর যোগ নিয়ে একাধিক তথ্য প্রকাশ্যে এনেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। তা নিয়ে রাজনৈতিক তরজাও কম হচ্ছে না। তারই মধ্যে নয়া জল্পনা। বৃহস্পতিবার আদালতে যাওয়ার পথে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বিরোধী দলের তিন নেতার নামে দুর্নীতিতে যোগ থাকার অভিযোগ করেন – সুজন চক্রবর্তী, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী। এর পালটা দিতে গিয়েই শুভেন্দু মুখ ফসকে বলেন, “নারদা ছাড়া আমার বিরুদ্ধে প্রমাণিত অভিযোগ নেই।” আর তাতেই নিজের জালে জড়ালেন নিজেই। শুক্রবার টুইটে তাঁকে পালটা বিঁধলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)।
শুক্রবার পার্থ চট্টোপাধ্যায়ের অভিযোগের জবাব দিতে গিয়ে শুভেন্দু বলেছিলেন, “নারদা (Narada Scam) ছাড়া আমার বিরুদ্ধে প্রমাণিত অভিযোগ নেই।” এরপরই পালটা টুইট করে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বক্তব্য, ”প্রমাণিত! নিজের মুখেই। তাহলে গ্রেপ্তার নয় কেন? CBI কী করছে? এটা নিরপেক্ষতা? আর সারদা? মালিকের কোর্টে লিখিত বয়ান। তদন্ত হচ্ছে না বলেই তো বড় বড় কথার সুযোগ। সেই ভয়েই তো দলবদলু হয়ে বিজেপিতে। CBI ধরবে না জেনেই এই মেকি বীরত্ব।”
“নারদা ছাড়া আমার বিরুদ্ধে প্রমাণিত অভিযোগ নেই।”
প্রমাণিত! নিজের মুখেই। তাহলে গ্রেপ্তার নয় কেন? CBI কী করছে? এটা নিরপেক্ষতা?
আর সারদা?
মালিকের কোর্টে লিখিত বয়ান। তদন্ত হচ্ছে না বলেই তো বড় বড় কথার সুযোগ।
সেই ভয়েই তো দলবদলু হয়ে বিজেপিতে।
CBI ধরবে না জেনেই এই মেকি বীরত্ব। pic.twitter.com/FCBaPuTaNT— Kunal Ghosh (@KunalGhoshAgain) March 24, 2023
শিক্ষা দুর্নীতিতে শুভেন্দুর নাম প্রকাশ্যে আসার পর তাঁর দাবি ছিল, “বুধবার বিকেলে প্রেসিডেন্সি জেল সুপারের ঘরে পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর আইনজীবী ছিলেন। জেলের সিসিটিভি জেল সুপারের মোবাইল দেখা হোক।” তাঁকে পালটা দিয়ে কুণালের বক্তব্য ছিল, “বিজেপির ওই দলবদলু (শুভেন্দু)-কে বলে রাখি, আমি জ্ঞানত কোনও অন্যায় করিনি বলেই মাথা উঁচু করে লড়ে যাচ্ছি। শুভেন্দুর মেরুদণ্ড নেই। গ্রেপ্তার এড়াতে সারদা কর্তার লিখিত বয়ানের পর পালিয়ে গিয়েছে। বিজেপির পায়ের জুতো পালিশ করতে গিয়েছে। ওর মুখে সারদার কথা শুনব না।” শুক্রবার টুইটে নতুন করে আক্রমণ শানালেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.