সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যক্তিগত সমস্যা নেই। কিন্তু দলের বিরুদ্ধে কোনও কটাক্ষ বরদাস্ত নয়, তার প্রতিবাদে কথা বলতেই হবে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Gangopadhyay) মুখে আচমকা নিজের প্রশংসা শুনে ‘বন্ধুত্বে’র বার্তা দিয়েও দলের প্রতি কর্তব্যের কথা মনে করালেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। সোমবার কলকাতা হাই কোর্ট চত্বরে বিচারপতি গঙ্গোপাধ্যায় ও কুণাল ঘোষের সাক্ষাতের পর দু তরফেই যথেষ্ট প্রশংসার কথা শোনা গিয়েছে। বিশেষত তৃণমূল (TMC) মুখপাত্রের লেখনীর সুখ্যাতি করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
সোমবার হাই কোর্টে নিজের ব্যক্তিগত কাজে গিয়েছিলেন কুণাল ঘোষ। সেই খবর জেনে বিচারপতি গঙ্গোপাধ্যায় তাঁকে নিজের ঘরে ডেকে পাঠান। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়। এর পর এজলাসে গিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় কুণাল ঘোষের প্রশংসা করেন। সূত্রের খবর, তিনি বলেছেন যে কুণাল ঘোষের সঙ্গে বেশ বন্ধুত্বের মতো হয়ে গিয়েছে। তিনি এও বলেন, ”একদিন আমার চেম্বারে এসেছিলেন। আমি তো বেশ অবাক হয়ে গিয়েছিলাম।”
তিনি আরও বলেন, ”মানুষটা খারাপ না। আমি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম। উঠে দাঁড়িয়ে আমার সঙ্গে কথা বললেন। ভদ্র মানুষ, ভালো ব্যবহার করলেন। আমিই বা কেন খারাপ ব্যবহার করব? ওঁর একটি উপন্যাস আমাকে পাঠিয়েছেন। বেশ ভালো লিখেছেন। লেখার হাত খুব ভালো। যদিও আমাকে গালাগাল করতে ছাড়ছেন না। আমাকে টুল নিয়ে বাইরে বসতে বলেছেন।”
এনিয়ে তাঁর মন্তব্যের পালটা প্রতিক্রিয়া দিলেন কুণাল ঘোষও। হাসিমুখে তিনি বলেন, ”ওঁর কথা শুনলাম। আমার লেখার প্রশংসা করেছেন, তাতে আমি তাঁকে ধন্যবাদ জানাচ্ছি। আর উনি বলেছেন শুনলাম যে আমি নাকি ওঁর প্রতি কটাক্ষমূলক মন্তব্য করি। আমি বলতে চাই, উনি আমার দল বা দলনেত্রী সম্পর্কে যদি বিরূপ মন্তব্য করেন, তাহলে দলের হয়ে তার প্রতিবাদ করা আমার কর্তব্য। আমি সেটাই করি। এমনিতে আমার সঙ্গে তাঁর ব্যক্তিগত কোনও বিরোধিতা নেই। আমারও ওঁর সঙ্গে আড্ডা দিতে বেশ ভালোই লাগে। আজও তো ওঁর ঘরে গেলাম, গল্প করলাম। উনি চা-বিস্কুট খাওয়ালেন।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.