Advertisement
Advertisement
Kolkata's temperature decreased again

Weather Update: ফের কমল কলকাতা-সহ রাজ্যের তাপমাত্রা, সান্দাকফুতে তুষারপাতের সম্ভাবনা

শনিবার মরশুমের শীতলতম দিনের সাক্ষী কলকাতা।

Kolkata's temperature decreased again । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:December 18, 2021 10:00 am
  • Updated:December 18, 2021 10:00 am  

নব্যেন্দু হাজরা: একের পর নিম্নচাপের গেরোয় বারবার ধাক্কা খাচ্ছিল শীত (Winetr)। কবে থেকে শীত উপভোগ করা যাবে, তাই যেন লাখ টাকার প্রশ্ন হয়ে গিয়েছিল। ডিসেম্বরের শুরুতেও সেভাবে শীতের দেখা না মেলায় মন ভেঙেছিল শীতবিলাসীদের। তবে নিম্নচাপের ধাক্কা সামলে মাঝ ডিসেম্বরে স্বমেজাজে শীত। শুক্রবারের পর শনিবারও পারাপতন। ফের কমল কলকাতা-সহ রাজ্যের তাপমাত্রা। চলতি মরশুমের শীতলতম দিনের সাক্ষী তিলোত্তমা।

আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, শনিবার কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। শুক্রবার তাপমাত্রা ছিল ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। কাজেই আবহাওয়াবিদদের মতে, শনিবারই মরশুমের শীতলতম দিন। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। শনিবার দিনভর আকাশ পরিষ্কারই থাকবে। উঠবে রোদ। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। রাতের তাপমাত্রা আরও কমতে পারে। আগামী ২ দিন তাপমাত্রা আরও কমতে পারে।

Advertisement

[আরও পড়ুন: ট্রেনে ধূমপান করায় জরিমানা, অবাক কাণ্ড ঘটিয়ে মোক্ষম বদলা নিল যুবক!]

কলকাতার সঙ্গে পাল্লা দিয়ে রাজ্যের বিভিন্ন জেলার তাপমাত্রাও হু হু করে কমছে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, নদিয়া পৌষের শীতে জবুথবু তা বলাই চলে। উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলির পরিস্থিতিও প্রায় একইরকম। শীতে কাঁপছেন বাসিন্দারা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে না থাকলেও, উত্তরবঙ্গে কুয়াশার দাপট রয়েছে কিছুটা। শনিবার সকালে ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকা মুখ ঢাকে কুয়াশার চাদরে। শুক্র এবং শনিবার সান্দাকফুতে তুষারপাতের সম্ভাবনা। 

এদিকে, শীতের দেখা মেলার পরই পাহাড়ে বাড়তে শুরু করেছে পর্যটকদের (Tourist) ভিড়। করোনার ধাক্কা সামলে ফের পর্যটকদের দেখা মেলায় চাঙ্গা পর্যটন ব্যবসা। খুশি হোটেল মালিক থেকে শুরু করে পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত প্রায় সকলেই। অতিরিক্ত লক্ষ্মীলাভ হওয়ায় মুখের হাসি চওড়া হয়েছে তাঁদের।

[আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকা যাওয়ার পথে বিমানে ইশান্তকে ‘খোঁচা’ কোহলির, ভিডিও পোস্ট করল BCCI]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement