সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বর্ষবরণের উৎসবে মাততে চলেছে শহর কলকাতা৷ নতুন বছরকে স্বাগত জানাতে আলোয় সেজে উঠেছে তিলোত্তমা৷ ভাবছেন, সেসব পর্ব তো অনেক দিন আগেই চুকে গিয়েছে৷ জানুয়ারি মাসের ২৮ তারিখ হলটা কী? আসলে চিনা ক্যালেন্ডারে শনিবারই নতুন বছরের সূচনা হচ্ছে৷ আর নববর্ষকে বরণ করে নিতে প্রস্তুত কলকাতার বুকে অবস্থিত এক টুকরো চিন৷ মানে চায়না টাউন৷
চিনে আজ ধুমধাম করে নতুন বছরকে স্বাগত জানানো হচ্ছে৷ ১০৮ বার বেজেছে বেজিংয়ের সেন্ট্রাল টাওয়ারের বেল৷ আতসবাজিতে রঙিন হয়ে উঠছে দেশের আকাশ৷ তবে পিছিয়ে নেই কলকাতার চায়না টাউন এলাকাও৷ বড়দিন হোক বা ইদ, দুর্গা পুজো হোক বা গুরুনানক জয়ন্তী, জাতি-ধর্ম নির্বিশেষে প্রতিটি উৎসবে মেতে ওঠে এই শহর৷ আর এখানেই কলকাতার কসমোপলিটন কালচারের স্বার্থকতা৷ নিজেদের মতো করে তাই চিনা নববর্ষকেও স্বাগত জানাচ্ছে শহরবাসী৷ রংবেরঙের ড্রাগনে সাজানো হয়েছে ট্যাংরার চিনে পাড়াকে৷ নানা ডিজাইনের রঙিন আলোয় আলোকিত হয়েছে গোটা এলাকা৷ চায়না টাউনের রেস্তরাঁগুলিকেও সুন্দরভাবে সাজানো হয়েছে৷ খাবারের মেনুতে থাকছে নিউ ইয়ার স্পেশাল আইটেম৷ সব মিলিয়ে প্রতিবারের মতো এবারও চিনা নববর্ষের উৎসবে গা ভাসিয়েছে শহরের এই অংশ৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.