Advertisement
Advertisement

Breaking News

পর্ণশ্রীতে যৌন নিগ্রহের শিকার ২ বছরের শিশু, গ্রেপ্তার মামা

ছি!!!

Kolkata: Youth molests toddler, held
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 22, 2018 2:17 pm
  • Updated:June 22, 2018 2:17 pm  

অর্ণব আইচ: দক্ষিণ কলকাতার রিজেন্ট পার্কে যৌন নিগ্রহের শিকার দ্বাদশ শ্রেণীর ছাত্রী৷ এক আত্মীয় তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ৷ আর বেহালায় রেহাই পেল না দু’বছরের শিশুও৷ তাকে যৌন নিগ্রহের অভিযোগ মামার বিরুদ্ধে৷ বছর পঁচিশের ওই যুবককে গ্রেপ্তার করেছে পর্ণশ্রী থানার পুলিশ৷ ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করেছেন তদন্তকারীরা৷

[জল খাওয়ার অছিলায় বাড়িতে ঢুকে নাবালিকাকে ধর্ষণ, গ্রেপ্তার আত্মীয়]

Advertisement

বেহালার পর্ণশ্রীর মহেন্দ্র ব্যানার্জি রোডে বাড়ি শিশুটির৷ মামার বাড়িও কাছেই৷ পরিবারের লোকেরা জানিয়েছেন, প্রায়ই শিশুটির সঙ্গে দেখা করতে তাঁদের বাড়িতে আসত তার মামা৷ মামা-ভাগ্নী খেলায় মেতে উঠত৷ ওই যুবক যে নিজের ভাগ্নীর সঙ্গে এমন আচরণ করতে পারে, তা কল্পনাও করতে পারেননি পরিবারের লোকেরা৷ তাঁদের দাবি, বৃহস্পতিবার সন্ধ্যায়ও যথারীতি শিশুটির সঙ্গে দেখা করতে এসেছিল অভিযুক্ত৷ বাড়ির ভিতরেই খেলা করছিল দু’জন৷ প্রায়ই তো এমনটাই হয়, তাই বিষয়টি নিয়ে তেমন মাথায় ঘামাননি শিশুর পরিবারের লোকেরা৷ যে যার কাজে ব্যস্ত ছিলেন৷ কিন্তু কয়েক ঘণ্টার বাড়ির লাগোয়া একটি নির্জন জায়গায় শিশুটি দেখতে পান বাড়ির লোকেরা৷ পরিবারের লোকেদের দাবি, ততক্ষণে রীতিমতো অসুস্থ হয়ে পড়েছে শিশুটি৷ সঙ্গে তার গুণধর মামাও নেই৷ একরত্তি শিশুটির অবস্থা দেখে আর কিছুই বুঝতে বাকি ছিল না বাড়ির লোকেদের৷ খেলতে খেলতে ওই নির্জন জায়গায় নিয়ে মামাই শিশুটিকে যৌন নিগ্রহ করেছে বলে অভিযোগ৷

পর্ণশ্রী খানায় বছর পঁচিশের ওই যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন নির্যাতিত শিশুটির পরিবার৷ রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে৷ এদিকে এই ঘটনা হতবাক পর্ণশ্রীর মহেন্দ্র ব্যানার্জি রোডের বাসিন্দারা৷

[তাপ্পি দেওয়া টায়ারে পরপর ব্রেকডাউন গাড়ি, যানজট সরাতে নাজেহাল পুলিশ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement