Advertisement
Advertisement

ফ্ল্যাট কিনে ঋণের বোঝায় বেসামাল, আত্মহত্যার চেষ্টা এক পরিবারের সকলেরই

চাঞ্চল্য ছড়াল যাদবপুরে।

Kolkata: Woman, two sons found unconscious in residence
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 4, 2018 11:12 am
  • Updated:June 19, 2019 3:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  একই পরিবারের তিন সদস্যের আত্মহত্যার চেষ্টা। বন্ধ ফ্ল্যাটে সংজ্ঞাহীন অবস্থায় মা ও দুই ছেলেকে উদ্ধার করল পুলিশ। তিনজনই ভরতি হাসপাতালে। বড় ছেলের শারীরিক অবস্থা রীতিমতো সংকটজনক বলে জানা গিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সম্ভবত বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন ওই তিনজন। ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়াল যাদবপুরে।

[মধ্যরাতে মানিকতলায় ‘লঙ্কাকাণ্ড’, ঝাঁজালো ধোঁয়ায় নাকাল বাসিন্দারা]

Advertisement

দক্ষিণ শহরতলির জনবহুল এলাকাগুলির অন্যতম যাদবপুর। এখানে ফ্ল্যাট বা বাড়ির দাম যথেষ্ট চড়া। প্রতিবেশীরা জানিয়েছেন, কয়েক মাস আগে যাদবপুরে একটি ফ্ল্যাট কিনে বসবাস করতে শুরু করেছিলেন মা ও দুই ছেলে। কিন্তু, বুধবার সকালে তাঁদের কোনও সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। ফ্ল্যাটের দরজাও ভিতর থেকে বন্ধ ছিল। আর এতেই সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। তাঁদের দাবি, প্রথমে ফ্ল্যাটের বাইরে থেকে ডাকাডাকি করেন তাঁরা। কিন্তু, কারও সাড়া পাওয়া যায়নি। এরপরই পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে আসে যাদবপুর থানার পুলিশ। ফ্ল্যাটের দরজা ভেঙে দেখা যায়, মা ও দুই ছেলে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে রয়েছেন। তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। চিকিৎসকরা জানিয়েছেন,তিনজনের শরীরেই বিষক্রিয়া হয়েছে। বড় ছেলের শারীরিক অবস্থা রীতিমতো সংকটজনক।

[কলকাতা থেকে ঢাকা গেল প্রথম কন্টেনার ট্রেন]

পারিপার্শ্বিক তথ্য প্রমাণ খতিয়ে দেখে প্রাথমিকভাবে এই ঘটনাকে আত্মহত্যার চেষ্টা বলেই মনে করছে পুলিশ। জানা গিয়েছে, ব্যাংক থেকে ঋণ যাদবপুরে ওই ফ্ল্যাটটি কিনেছিলেন। কিন্তু, ঋণের টাকা ঠিকমতো শোধ করতে পারছিলেন না। তাই মানসিক অবসাদে ভুগছিলেন মা ও দুই ছেলে।

[১৯ এপ্রিল পর্যন্ত আইনজীবীদের কর্মবিরতি চলবে হাই কোর্টে, কাজকর্ম শিকেয়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement