Advertisement
Advertisement

Breaking News

অর্ডার দেওয়া পিজ্জায় পোকা, রেগে আগুন দমদমের মহিলা

বহুজাতিক সংস্থার বিরুদ্ধে থানায় অভিযোগ৷

Kolkata woman finds worms in Pizza
Published by: Sayani Sen
  • Posted:August 10, 2018 1:33 pm
  • Updated:August 10, 2018 1:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়িতে বসে সবাই মিলে পিজ্জা খাবেন বলেই ভেবেছিলেন দমদমের বাসিন্দা রূপা চক্রবর্তী৷ কিন্তু সেই ভাবনায় জল ঢালল বহুজাতিক সংস্থা৷ মহিলার অভিযোগ, অর্ডার দেওয়া পিজ্জায় মিলল পোকা৷ এই ঘটনায় ওই সংস্থার বিরুদ্ধে দমদম থানায় অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা৷

[জোগান নেই অস্ত্রের, স্বাধীনতা দিবসে রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন]

গত বুধবার বাড়িতে বসেই এক বহুজাতিক সংস্থায় ফোন করেন দমদমের বাসিন্দা রূপা চক্রবর্তী৷ অনেকে মিলে বাড়িতে বসে খাবেন বলে বেশ কয়েকটি পিজ্জার অর্ডার দিয়েছিলেন৷ অর্ডার দেওয়ার কিছুক্ষণের মধ্যেই বাড়ির দরজায় পৌঁছান ডেলিভারি বয়৷ টাকা মিটিয়ে তাঁর থেকে পিজ্জা নিয়ে নেন ওই মহিলা৷ ইতিমধ্যেই বেশ কিছুটা সময় কেটে যায়৷ প্রায় ঘণ্টাখানেক পর পিজ্জা গরম করতে যান তিনি৷ কিন্তু পিজ্জা গরম করতে গিয়েই মাথায় হাত পড়ে তাঁর৷ অভিযোগ, ওই পিজ্জার ভিতরে পোকা রয়েছে৷

Advertisement
[ব্যস্ত নিউ মার্কেটে একদল যুবক-যুবতীর ‘রেইন ডান্স’, ভাইরাল ভিডিও]

যা দেখেই রীতিমতো বমি করে ফেলার উপক্রম হয় ওই মহিলার৷ বিরক্ত হন তিনি৷ রেগে গিয়ে ওই মহিলা বহুজাতিক সংস্থায় ফোন করেন৷ মহিলার অভিযোগ, পিজ্জায় পোকা থাকার কথা থানায় জানাতে বারণ করা হয় তাঁকে৷ ওই পিজ্জা ফেরত নেওয়া হবে বলেও বহুজাতিক সংস্থা থেকে ওই মহিলাকে আশ্বাস দেওয়া হয়৷ কিছুক্ষণের মধ্যে আবারও মহিলার বাড়িতে পিজ্জাও পৌঁছে যায়৷ কিন্তু তাতেও নিজের সিদ্ধান্ত বদল করেননি ওই মহিলা৷ সোজা দমদম থানায় যান তিনি৷ বহুজাতিক সংস্থার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন রূপা চক্রবর্তী৷ ওই বহুজাতিক সংস্থার বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ৷  মহিলার অভিযোগের ভিত্তিতে ওই ঘটনার তদন্তে নেমেছে দমদম পুরসভা৷  বহুজাতিক সংস্থার আউটলেটে হানা দেয় পুরকর্তারা৷ তবে আউটলেটে কর্মীরা পুরকর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করে বলেই অভিযোগ৷ ওই মহিলার কাছে থাকা পিজ্জা নিয়েই খাদ্য দপ্তরে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে৷ 

[অগ্নিনির্বাপণ ব্যবস্থার বেহাল দশা, প্রিয়া সিনেমা হল কর্তৃপক্ষকে নোটিস দমকলের]

এর আগে বারবারই শহরের বিভিন্ন রেস্তরাঁর বিরুদ্ধে পচা খাবার বা খাবারের মধ্যে পোকার থাকার অভিযোগ উঠেছে৷ গত জুলাই মাসে শেক্সপিয়র সরণির এক রেস্তরাঁয় খাবার খেতে মাংসের পদ অর্ডার করেন এক ব্যক্তি৷ খাবার থেকে পচা গন্ধ পান তিনি৷ রেস্তরাঁ কর্তৃপক্ষকে জানানো হয়৷ তবে খাবার পচা থাকার অভিযোগ খারিজ করে দেয় রেস্তরাঁ কর্তৃপক্ষ৷ মুচিপাড়া থানায় অভিযোগ দায়ের করেন ওই ক্রেতা৷ ওই ঘটনার তদন্ত করছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ৷

[বহুতল থেকে পড়ে মৃত্যু বৃদ্ধার, দুর্ঘটনার ১০ মিনিট পরে নিচে নামলেন আত্মীয়রা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement