Advertisement
Advertisement

Breaking News

ফের সোয়াইন ফ্লু-তে প্রাণহানি, বেলেঘাটার হাসপাতালে মৃত্যু গোঘাটের মহিলার

মাসখানেকের মধ্যে এই নিয়ে চারজনের প্রাণহানি৷

Kolkata: Woman dies in swine flu
Published by: Sayani Sen
  • Posted:September 28, 2018 6:00 pm
  • Updated:September 28, 2018 6:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যে সোয়াইন ফ্লু-র থাবা৷ এবার শহরে মৃত্যু হল এক মহিলার৷ হুগলির গোঘাটের বাসিন্দা ওই মহিলা বেলেঘাটা আইডি হাসপাতালে ভরতি ছিলেন৷ বৃহস্পতিবার গভীর রাতে মারা যান তিনি৷

[স্কুল চলাকালীন শিক্ষকদের দিয়ে নির্বাচনের কাজ আর নয়, নির্দেশ হাই কোর্টের]

দিনকয়েক ধরে জ্বরে ভুগছিলেন হুগলির গোঘাটের বাসিন্দা গৌরী মুখোপাধ্যায়৷ বাড়ির কাছেই এক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলছিলেন তিনি৷ ডেঙ্গু ও ম্যালেরিয়ার জীবাণু না মেলায় প্রাথমিক চিকিৎসাই চলছিল তাঁর৷ কিন্তু শারীরিক অবস্থার ক্রমশই অবনতি হতে শুরু হয় ওই মহিলার৷ রক্ত পরীক্ষায় মেলে সোয়াইন ফ্লু-র নমুনা৷ তড়িঘড়ি ওই মহিলাকে কলকাতার হাসপাতালে ভরতির পরামর্শ দেন ওই চিকিৎসক৷ সেই মতো দিনদুয়েক আগে তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভরতি করা হয়৷ চিকিৎসাও শুরু হয় তাঁর৷ তবে সেভাবে চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না গৌরী মুখোপাধ্যায়৷ বৃহস্পতিবার গভীর রাতে মাল্টি অর্গ্যান ফেলিওর হয় তাঁর৷ হাসপাতালেই মারা যান ওই মহিলা৷ সোয়াইন ফ্লু-তে আক্রান্ত হয়েই মহিলার মৃত্যু হয়েছে বলেই ডেথ সার্টিফিকেটে উল্লেখ করেছেন চিকিৎসকরা৷ এর আগে এই শহরে সোয়াইন ফ্লু-তে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে৷

Advertisement

[ডলারের বদলে ভিমবার! বিধাননগরে কেপমারির অভিযোগে গ্রেপ্তার ২]

চিকিৎসকদের দাবি, সাধারণত সোয়াইন ফ্লু-র ভাইরাস রোগীর শরীরে ব্যাপক প্রভাব ফেলে৷ এই রোগের লক্ষণ ডেঙ্গু ও ম্যালেরিয়ার সঙ্গে এক হওয়ায় অনেক সময়ই তা চিহ্নিত করতে সমস্যা তৈরি হয়৷ সোয়াইন ফ্লু-র রিপোর্ট হাতে পেতেও অনেক সময় লেগে যায় বলেই দাবি চিকিৎসকদের৷ হাসপাতালে ভরতি হওয়ার সময়ই রোগীদের অবস্থা সংকটজনকই থাকে৷ তাই বেশীরভাগ ক্ষেত্রেই রোগীদের প্রাণহানির ঘটনা ঘটে৷ এ রাজ্যে মাসখানেকের মধ্যে এই নিয়ে চারজনের প্রাণহানি হয়েছে বলেই দাবি চিকিৎসকদের৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement