ব্রতদীপ ভট্টাচার্য: সন্ত টেরিজার নামে দেশের প্রথম চার্চটি পেতে চলেছে শহর কলকাতাই৷ দমদমের মাদার টেরিজার গির্জা এবার হবে ‘সেইন্ট টেরিজা অফ কলকাতা চার্চ’৷ বাংলায় বললে, ‘কলকাতার সন্ত টেরিজার গির্জা’৷ রবিবার রোমের ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিস ডিসুজা মাদারকে সন্ত ঘোষণা করলেন৷ ঠিক সেই ঐতিহাসিক ক্ষণে কলকাতাও ঢুকে পড়ল ইতিহাসে৷ নাম পরিবর্তনের প্রক্রিয়া শুরু হল গির্জায়৷
আর্চ বিশপ থমাস ডিসুজা ভ্যাটিকান থেকে ফেরার পরই এই প্রক্রিয়া শেষ হবে এবং গির্জাটি নতুন নামে নামাঙ্কিত হবে৷ প্রয়াণের আঠারো বছর পর সন্ত হয়েছেন মাদার টেরিজা৷ চিরস্মরণীয় হলেও আবার নতুন করে বিশ্ববাসীর মনে জাগরণ হল তাঁর৷ সেই সঙ্গে গঠন হওয়ার ছয় বছর পর নতুন নাম ও নতুন জীবন পেল তাঁর নামে নামাঙ্কিত গির্জাটিও৷
দমদম ক্যান্টনমেন্ট এলাকার লক্ষ্মীনারায়ণ রোডে এলাকার ৬০০ জন রোমান ক্যাথলিক পরিবারের উদ্দেশে গির্জা তৈরি করার জন্য জমি কেনা হয় ১৯৯১ সালে৷ সেই সময় মাদার জীবিত ছিলেন৷ ২০০৬ সালে প্রথম ইট স্থাপন হলেও গির্জাটি চালু হয় ২০১০ সালে৷ এক সময় চরম দুর্দিনের মধ্যেও দিন কেটেছে এই গির্জাটির৷ তবে আগেও ব্যতিক্রম ছিল গির্জাটি, এখনও ব্যতিক্রম৷
রোমান ক্যাথলিক প্রথা অনুযায়ী সন্ত না হলে তাঁর নামে কোনও গির্জা নামাঙ্কিত করা যায় না৷ তবে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এত বছর আগে তা হলে কীভাবে মাদারের নামে গির্জাটি তৈরি হল৷ ফাদার তপন স্টিফেন্স জানান, রোমের থেকে বিশেষ অনুমোদন দেওয়া হয় গির্জাটিকে৷ যেহেতু মাদার কলকাতায় বিখ্যাত ছিলেন, তাই সন্ত না হলেও মাদারের নামে গির্জা গঠন করার জন্য তাদের বিশেষ অধিকার দেওয়া হয়৷ ফাদার স্টিফেন্স আরও জানান, রাজ্যের মধ্যে মাদারের নামে একমাত্র গির্জা এটি৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.