Advertisement
Advertisement

Breaking News

বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ, আগামী দু’দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি দক্ষিণবঙ্গে

কালো মেঘে ঢাকল রবিবারের আকাশ।

Kolkata: West Bengal may witness light drizzle met
Published by: Shammi Ara Huda
  • Posted:October 28, 2018 5:45 pm
  • Updated:October 28, 2018 5:45 pm  

রিংকি দাস ভট্টাচার্য: পুজো কাটতে না কাটতেই ফের উধাও উত্তুরে হাওয়া। তার বদলে বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে গভীর নিম্নচাপ। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, বঙ্গোপসাগরের মধ্য-পশ্চিমাংশ ও উত্তর-পশ্চিমাংশে দুটি নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় হয়েছে। তারই প্রভাবে আগামী দুদিন হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়।

এরমধ্যে তালিকার একদম উপরে রয়েছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া ও হুগলি। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে দুই বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, নদিয়া ও মুর্শিদাবাদের কিছু অংশে। এদিকে ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে উত্তর ২৪ পরগনার বেশ কয়েকটি জায়গায়। কালো মেঘে ঢেকেছে শহরের আকাশ।

Advertisement

[জার্মানির সহায়তায় ঢেলে সাজছে রাজ্যের পরিবহণ]

নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের তরফে তাই আগামী দু’দিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। একইভাবে যেসব মৎস্যজীবীরা এখন সমুদ্রে রয়েছেন তাঁদের আজ রাতের মধ্যেই ফিরে আসতে বলা হয়েছে। দুর্গাপুজোর আগেভাগেই তিতলির পর উৎসবের মরশুম ভালই কেটেছে। রবিবারের বারবেলায় আকাশে কালো মেঘের ঘনঘটায় অনেকেই খুশি। বৃষ্টি নামলে উত্তুরে হাওয়া জাঁকিয়ে পড়বে। এমনটাই মনে করছেন অনেকে।

[সম্পত্তি লিখে না দেওয়ায় বিধবা মাকে মারধর করে তাড়াল দুই ছেলে]

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement