Advertisement
Advertisement

Breaking News

ফের ঠান্ডা

একধাক্কায় তাপমাত্রার পারদ নামল ২ ডিগ্রি, মেঘ কাটলেই জাঁকিয়ে ঠান্ডা কলকাতায়

রোদ ঝলমলে দিনের সঙ্গে পাল্লা দিয়ে নামবে তাপমাত্রার পারদ।

Kolkata weather updates, winter to back this weekend

ছবি: প্রতীকী।

Published by: Sandipta Bhanja
  • Posted:January 31, 2020 8:55 am
  • Updated:January 31, 2020 8:55 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পশ্চিমী ঝঞ্ঝার জেরে বুধ-বৃহস্পতিবার বৃষ্টি হলেও আজ থেকে ফের রোদ ঝলমল আবহাওয়া। শুক্রবার সকালের দিকে আংশিক মেঘলা থাকলেও বেলা গড়ালেই আকাশ পরিষ্কার হবে। রোদ উঠবে। আর মেঘমুক্ত আকাশের পরই অন্তিম ইনিংসে দাপিয়ে ব্যাটিং করবে শীত। এমনটাই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর।  বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার তাপমাত্রার পারদ নামল ২ ডিগ্রি। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা  ১৬ ডিগ্রির আশেপাশে।

প্রায় মিলিয়ে যাওয়া শীতের আমেজ ফের চাগাড় দেবে সপ্তাহান্তে। হাওয়া অফিসের পূর্বাভাস, বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার মহানগরের সর্বনিম্ন তাপমাত্রা তিন ডিগ্রি কমতে পারে। এমনকী, আগামী দু’তিন দিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের কোঠায় ঘোরাফেরা করতে পারে, যা স্বাভাবিকের তুলনায় কম। অতঃপর জানুয়ারির শেষ সপ্তাহে বিদায় বেলায় ফের শীতের আমেজ উপভোগ করতে পারবেন কলকাতাবাসী। এমন সম্ভাবনার কথাই জানিয়েছে পুলিশ।

Advertisement

মেঘ কাটলেই ফের উত্তুরে হাওয়া বইবে। কমবে তাপমাত্রা। হাওয়া অফিসের এক আধিকারিকের কথায়, শুক্রবার থেকে রোদ ঝলমলে আকাশ হলেই চলে যাওয়া ঠান্ডা আবারও মালুম হবে। আর শীতের এই খামখেয়ালি আচরণের কারণেই নানা অসুখ বাসা বাঁধছে গৃহস্থের অন্দরে।

[আরও পড়ুন: বিপণনে জোর, পূর্ব বর্ধমানের সমস্ত হস্তশিল্প সামগ্রীকে ব্র্যান্ড নেম দেওয়ার পরিকল্পনা]

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল থেকেই আকাশের মুখ ছিল ভার। বেলার দিকে ঘোর আঁধার নামে। মিনিট দশেকের মুষলধারায় বৃষ্টি নগরজীবনকে রীতিমতো বেসামাল করে দেয়। শহর ও শহরতলি-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও বৃষ্টি হয়েছে। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস। যে কারণে বৃষ্টি হলেও বেশ গরম অনুভব ভালই। তবে আজ থেকে রোদ ঝলমলে দিনের সঙ্গে পাল্লা দিয়ে নামবে পারদ। 

আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা গণেশকুমার দাস বলেন, “শুক্রবার থেকে রবিবার আকাশ পরিষ্কারই থাকবে। আবার শীতের আমেজ মালুম হবে।” আলিপুর হাওয়া অফিস আগেই জানিয়েছিল, সরস্বতী পুজোর দু’দিন বৃষ্টি হলেও তাপমাত্রা বাড়বে। তাই হয়েছে। এবছর মরশুমের শুরু থেকেই শীতের মেজাজ বেজায় খামখেয়ালি। শীতের প্রধান নিয়ন্ত্রক পশ্চিমি ঝঞ্ঝার অদ্ভুত আচরণের জন্যই চলতি মরশুমে শীত এত খামখেয়ালি বলে জানিয়েছেন আবহবিদরা। তবে এখনই যে শীত বিদায় নিচ্ছে না এটা স্পষ্ট। যাওয়ার আগেও বাংলায় শীত মরণকামড় বসিয়ে যাবে বলেই মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর। 

[আরও পড়ুন: ‘হুগলি নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে যাচ্ছি’, সুইসাইড নোট লিখে নিখোঁজ ছাত্র]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement