স্টাফ রিপোর্টার: এত দিন ছিল হিমের পরশ। এবার এল কাঁপুনির দিন। পৌষ শুরুর আগেই কলকাতায় জাঁকিয়ে শীত পড়ার পূর্বাভাস পাওয়া গেল আবহাওয়া অফিসের তরফে।
আলিপুরের পূর্বাভাস, আজ রবিবারই মহানগরে সর্বনিম্ন তাপমাত্রার অধোগতির সূচনা হবে। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস। আস্তে আস্তে তা ১৫ ডিগ্রির নিচে গিয়ে ঠেকতে পারে। রবিবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সকালের দিকে হালকা-মাঝারি কুয়াশা সঞ্চারের ইঙ্গিত দিয়ে আলিপুর জানিয়েছে, আকাশ থাকবে আংশিক মেঘলা।
পাহাড়ে অবশ্য ইতিমধ্যে তুষারপাত শুরু হয়েছে। তাপমাত্রা হিমাঙ্কের নিচে নামতেই শনিবার সিকিমের লাচেন মুড়ে গিয়েছে বরফের চাদরে। অন্য দিকে, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত বৃষ্টিতে জেরবার বাংলার শৈলরানি দার্জিলিং। সেখানেও সর্বনিম্ন তাপমাত্রা নেমে ৪ ডিগ্রিতে দাঁড়িয়েছে। সান্দাকফু মাইনাসে পৌঁছেছে শুক্রবার রাতেই। সেখানেও শুরু হয়েছে তুষারপাত। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আগামী ২৪ ঘণ্টায় সিকিম, সান্দাকফুতে আরও তুষারপাতের সম্ভাবনা।
এ দিকে পশ্চিমী ঝঞ্ঝার জেরে জম্মু-কাশ্মীর, হিমাচলপ্রদেশ ও উত্তরাখণ্ডেও তুষারপাত হচ্ছে। দিল্লির মৌসম ভবন জানিয়েছে, বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ে। আগামী ২৪ ঘণ্টায় এই ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্ত ক্রমশ উত্তর-উত্তরপূর্ব দিকে সরবে। শিলাবৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে। পশ্চিমী ঝঞ্ঝার ঘূর্ণাবর্ত যত উত্তর-পূর্ব দিকে এগোবে বৃষ্টি হবে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহারে। ইতিমধ্যেই রাজ্যের দার্জিলিং শহর ও উত্তরের জেলাগুলিতে হালকা বৃষ্টি শুরু হয়েছে।
দিল্লির মৌসম ভবন সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দিল্লি-সহ উত্তর ভারতে প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। যার জেরে এক ধাক্কায় তাপমাত্রা অনেকটাই নামবে। বৃষ্টির জেরে উত্তর ভারতে প্রবল ঠান্ডা হাওয়া সিকিম-সহ উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজও। যদিও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে রাজস্থানে চলছে ঘূর্ণাবর্ত। যার জেরে জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে তুষারপাত চলছে জোরকদমে। এদিকে বৃষ্টির সঙ্গে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ও দিল্লিতে। উত্তরপ্রদেশের পশ্চিমাংশেও এমন সম্ভাবনা কিছু কম নয়। আগামী ২৪ ঘণ্টায় এই ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্ত ক্রমশ উত্তর-উত্তরপূর্ব দিকে সরবে। ফলে বৃষ্টি হতে পারে৷ শিলাবৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে। পশ্চিমি ঝঞ্ঝার ঘূর্ণাবর্ত যত উত্তর-পূর্বে এগোবে তত তুষারপাত বাড়বে সিকিমে। বাংলার দক্ষিণবঙ্গে ততই ঠান্ডা পড়বে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.