Advertisement
Advertisement

‘সুজয়দা-পুঁচকি’র প্রেমকাহিনি দিয়েই সচেতনতার পাঠ কলকাতা ট্রাফিক পুলিশের

‘‘জুটি কেবল মিষ্টি নয়, দায়িত্ববানও৷’’

kolkata Traffic Police Used Pantaloon's advertisement for 'Safe life, Save Drive' campaign
Published by: Sayani Sen
  • Posted:September 30, 2018 3:35 pm
  • Updated:September 30, 2018 3:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজো ছাড়া প্রথম প্রেমের জন্য আদর্শ সময় আর কী-ই বা হতে পারে? বাড়ির বড়দের এড়িয়ে প্রেমিকের কাঁধে হাত দিয়ে বাইকে চড়ে লং ড্রাইভে যদি না যান, তবে তো আপনার পুজোটাই মাটি৷ কিন্তু এক্ষেত্রে ছাড়পত্রও ছিল৷ তাই বাইক রাইড জমে ক্ষীর৷ প্রেমের জোয়ারে গা ভাসালেও, নিরাপত্তার কথা ভুললেন না সুজয়-পুঁচকি৷ মাথায় হেলমেট পরেই রাতের শহরে বেরোলেন লং ড্রাইভে৷ আর এই বিজ্ঞাপনকে হাতিয়ার করেই নাগরিক সচেতনতায় নামল কলকাতা ট্রাফিক পুলিশ৷ সোশ্যাল সাইটে এই ছবি পোস্ট করে লেখা হয়,‘‘সুজয়দা-পুঁচকির জুটি কেবল মিষ্টি নয়, দায়িত্ববানও৷ হেলমেট সাথে, সুরক্ষা হাতে৷’’

[শনিবার রাত থেকে ১৬ ঘণ্টা বজবজ-মাঝেরহাট রুটে বন্ধ থাকবে ট্রেন চলাচল]

Advertisement

শুধু যে ক্যালেন্ডার বলছে পুজো এসে গেছে, তা নয়৷ বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে ড্রয়িংরুমেও এখন পুজো পুজো আবহ৷ বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপনেও একই আমেজ৷ সম্প্রতি সামনে আসে এক পোশাক বিপণন সংস্থার বিজ্ঞাপন৷

[ডলারের বদলে ভিমবার! বিধাননগরে কেপমারির অভিযোগে গ্রেপ্তার ২]

ওই বিজ্ঞাপনে দেখানো হয়েছে, সুজয় ও পুঁচকি নামে দুজনের প্রথম প্রেমের কাহিনি৷ সুজয় হলেন পুঁচকির দাদার বন্ধু৷ ছোট থেকেই বন্ধুর বোনকে পুঁচকি বলেই ডেকে এসেছিলেন সুজয়৷ এরপর সুজয়, পুঁচকি ও পুঁচকির দাদা পুজোর কেনাকাটি করতে যায়৷ ওই বিপণনী সংস্থার পোশাক পরে একেবারে অন্য চেহারা নেন পুঁচকি৷ চোখের নিমেষে দেখা ছোট্ট পুঁচকিকে, তখন যেন অন্যরকম লাগে সুজয়ের৷ চোখে চোখ পড়তেই দুজনের হৃদয়ে দোলা লাগে৷ এরপর পুজোর সন্ধে৷ পুঁচকি তখন সোহিনী৷ ঠাকুর দেখতে যাওয়ার প্রস্তাব দেন সুজয়৷ পেয়ে যান পুঁচকির দাদার সম্মতি৷ ব্যস, অনুমতি নিয়ে সেজেগুজে রাতের শহরে লং ড্রাইভে বেড়িয়ে পড়েন সুজয়দা আর পুঁচকি৷ সুজয়ের কাঁধে পুঁচকির হাত আর সঙ্গে বাইক, পরিবেশটাই পুরো বদলে গেল৷  

এই বিজ্ঞাপন নিয়ে আপাতত নেটদুনিয়া তোলপাড়৷ টাইমলাইনে টাইমলাইনে ফিরছে সুজয়দা আর পুঁচকির প্রেমকাহিনি৷ ইন্টারনেট সেনসেশন বললেও, ভুল কিছু হবে না৷

[স্কুল চলাকালীন শিক্ষকদের দিয়ে নির্বাচনের কাজ আর নয়, নির্দেশ হাই কোর্টের]

এদিকে, সেই কবে থেকে ‘‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’’ কর্মসূচি নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ হেলমেট চড়ে বাইক চালানোর কথা নানাভাবে প্রচার করেছে রাজ্য সরকার৷ আর এবার সুজয়দা এবং পুঁচকিও বাদ গেল না৷ দুর্ঘটনা কমাতে নতুন এই জুটিksও কাজে লাগাল কলকাতা ট্রাফিক পুলিশ৷ এই যুগল যে দায়িত্ববানও বটে, সেকথা সোশ্যাল মিডিয়ায় প্রচার করলেন আধিকারিকরা৷ কলকাতা ট্র্যাফিকের এই পোস্ট নিয়ে আলোচনাও করছেন নেটিজেনরা৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement