নিরুফা খাতুন: এবারও পুজোয় বাইকবাহিনীর দাপট অব্যহাত। ট্রাফিক আইন লঙ্ঘন, হেলমেট ছাড়া গাড়ি চালানোর অপরাধে ৪৫০৪ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। এছাড়া শান্তিভঙ্গ ও বেলাল্লাপনার অভিযোগে ৮৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এবছর পুজোয় রেকর্ড ভিড় হয়েছিল শহরে। মহালয়া থেকে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিলেন দর্শনার্থীরা। তাই এবার অনেক আগে থেকে পুলিশের ধরপাকড় শুরু হয়েছিল। বিশেষ করে বাইকবাহিনীর দাপট রুখতে পুলিশের কড়া নজরদারি ছিল। তবে প্রতিবারের মতো এবারও পুজোয় শহরে বাইকের দৌরাত্ম্য পুরোপুরি বন্ধ করা যায়নি। রাত হলে শহরজুড়ে বাইকবাহিনীর দাপট দেখা যায়। হেলমেট ছাড়া বাইক চালানো। তিনজন আরোহী নিয়ে কলকাতা থেকে শহরতলিতে ছুটে বেরিয়েছে বাইকবাহিনী।
চতুর্থী থেকে নবমী পর্যন্ত ট্রাফিক আইন লঙ্ঘনে মোট ৪৫০৪ জনকে মামলা দেওয়া হয়েছে। এরমধ্যে হেলমেট ছাড়া বাইকআরোহির সংখ্যা ৩৪২৩ জন ছিল। ৪০৪টি বেপরোয়া গাড়ি এবং মদ্যপান করে গাড়ি চালানোর অভিযোগে ৬৭৭ জনকে কেস দেওয়া হয়েছে।। এছাড়া অন্যান্য ক্ষেত্রে ২৮৮৫ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। লালবাজার সূত্রে খবর, সবমিলিয়ে মোটর ভেহিকেল আইনে মোট ৭৩৮৯জনকে মামলা দেওয়া হয়েছে। বেআইনি পার্কিংয়ে জন্য বাইকেগুলিকে জরিমানা করা হয়েছে। এছাড়া বেল্লালপনা ও অভব্য আচরণের জন্য গ্রেপ্তার হয়েছে ৮৭৭জন।
বিজয়া দশমীর দিনও শহরে মণ্ডপগুলিতে দর্শনার্থীদের ভিড় ছিল। দশমীর রাতেও শহরজুড়ে বাইকে দাপট দেখা যায়। উল্টোডাঙা দুটি মোটরবাইকের সংঘর্ষে চারজন আরোহী গুরুত্বর জখম হন। এদের মধ্যে তিনজন সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। জখম বাইকারোহীদের মাথায় হেলমেট ছিল না বলে পুলিশ জানিয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.