গৌতম ব্রহ্ম: কলকাতায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের অফিস খোলা হচ্ছে, সেটা আগেই জানা গিয়েছিল। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়ে দিলেন, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার তৈরি হলে রাজ্যে অন্তত ৩০ হাজার কর্মসংস্থান হবে। মুখ্যমন্ত্রীর ভাষায়, এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার (WTC) রাজ্যের মুকুটে নতুন পালক হয়ে উঠবে।
বুধবার নবান্নে ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন বোর্ডের (Industrial Promotion Board) বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, কলকাতায় তৈরি হতে চলেছে একটি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। আগামী ২১ মার্চ এজন্য সংশ্লিষ্ট বেসরকারি কোম্পানির সঙ্গে বোঝাপড়া চুক্তি বা মৌ স্বাক্ষর করবে রাজ্য সরকার। কোন সংস্থা এটা তৈরি করবে, বা ঠিক কোথায় এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার গড়ে উঠবে, সেটা মুখ্যমন্ত্রী জানাননি। তবে তিনি জানিয়েছেন, ১৫০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে ট্রেড সেন্টারটি তৈরি করতে। সেজন্য প্রায় ৩৫ হাজার বর্গ ফুট জমি দেওয়া হবে।
নবান্ন সূত্রের খবর, আগামী ২১ মার্চ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের এক প্রতিনিধি দল শহরে আসবে। রাজ্য সরকারের সঙ্গে একটি মউ (MoU) স্বাক্ষর করা হবে। এর ফলে বিভিন্ন রাজ্যের মধ্যে তো বটেই, বিশ্বের নানা দেশের সঙ্গেও বাণিজ্যের পথ খুলে যাবে। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের শাখা তৈরির জন্য ভারতের পূর্বাঞ্চলের প্রধান শহর হিসেবে যে কলকাতাকেই বেছে নেওয়া হয়েছে। রাজ্যের আশা, পূর্বাঞ্চলের সঙ্গে বাণিজ্যের পথ হয়ে উঠবে এই বাংলাই।
উল্লেখ্য, এদিন ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন বোর্ডের বৈঠক শেষে একাধিক বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। মমতা জানান, আগামী দিনে রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে প্রায় ৪১ লক্ষ কর্মসংস্থান হবে। শুধু তাই নয়, রাজ্যে টাটাদের প্রত্যাবর্তন ঘটছে বলেও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। মমতা জানিয়েছেন, ঝাড়খণ্ডের টাটানগর থেকে টাটা (Tata) হিতাচির কারখানা আসছে খড়গপুরে। মমতার বক্তব্য, কর্মসংস্থান শুধু সরকারি ক্ষেত্রে হয় না, বেসরকারি ক্ষেত্রেও হয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.