Advertisement
Advertisement

পঞ্চমের পাশেই স্থান দুই কিংবদন্তীর, শচীন ও কিশোরের মূর্তি বসছে শহরে

আগামী ২২ অক্টোবর মূর্তি উন্মোচন হওয়ার কথা৷

Kolkata to get Sachin Deb Burman, Kishore Kumar statues

ফাইল ছবি৷

Published by: Kumaresh Halder
  • Posted:October 19, 2018 9:09 pm
  • Updated:October 19, 2018 9:09 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  কলকাতায় বসছে শচীন দেব বর্মন ও কিশোর কুমারের মূর্তি৷ সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২২ অক্টোবর কলকাতায় জোড়া মূর্তির উন্মোচন হতে চলেছে বলে সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে৷ কলকাতার একটি ফ্যান ক্লাবের উদ্যোগে কিশোর কুমারের ছেলে তথা গায়ক অমিত কুমার ও পুরসভার মেয়র-ইন-কাউন্সিল দেবাশিস কুমারের উপস্থিতিতে কিশোর কুমারের মূর্তি উন্মোচন করা হবে বলে জানা গিয়েছে৷

[নভেম্বরেই বিয়ে করতে চলেছেন রণবীর-দীপিকা!]

এর আগে ওই ফ্যান ক্লাবের উদ্যোগে দক্ষিণ কলকাতায় সাদার্ন অ্যাভিনিউ-কেয়াতলা রোড সংযোগকারী রাস্তার উপরে রাহুল দেব বর্মনের একটি আবক্ষ মূর্তি স্থাপন করা হয়৷ এবার শচীন দেব বর্মণ ও কিশোর কুমারের মূর্তি বসানো হবে আর ডি বর্মনের মূর্তির ঠিক বিপরীতে৷ জানা গিয়েছে, ঢাকুরিয়ার সাউথ পার্ক এলাকায় কিছুদিন থেকেছেন শচীন দেব। আবার এই শহরের মেয়ে রুমা গুহ ঠাকুরতাকে বিয়ে করায় এই শহরের সাথে নিবিড় যোগাযোগ রয়েছে কিশোর কুমারেরও। তাঁদের সন্তান অমিত কুমারও এই শহরেই থেকেছেন বেশ কিছুকাল।

Advertisement

[‘আমি জানি নানা পাটেকর অভব্য’, #MeToo প্রসঙ্গে মন্তব্য রাজ ঠাকরের]

এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়া একটি চিঠিতে অমিত কুমার লিখেছেন, “আমি আমার ছোটবেলায় এই সব মহান মানুষদের দেখেছি, শিখেছি। তাঁদের কথা আজও ভীষণ মনে পড়ে। পঞ্চমদার সঙ্গে এই শহর কলকাতায় শচীন দেব আর কিশোর কুমার একই সঙ্গে থাকবেন বলে জেনে ভাল লাগছে।’’ জানা গিয়েছে, আগামী সপ্তাহেই শচীন দেব বর্মন ও কিশোর কুমারের মূর্তি উন্মোচন করতে কলকাতায় আসছেন অমিত কুমার৷

[জোর করে চুমু খেতে গিয়েছিলেন অনু মালিক, বিস্ফোরক শ্বেতা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement