Advertisement
Advertisement
Kolkata to get Kancha Badam fame Bhubhan Badyakar's statue

Exclusive: কলকাতায় এবার ‘বাদামকাকু’ ভুবন বাদ্যকরের মূর্তি, দেখুন ভিডিও

কী প্রতিক্রিয়া 'বাদামকাকু'র?

Kolkata to get Kancha Badam fame Bhubhan Badyakar's statue । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:March 17, 2022 6:01 pm
  • Updated:March 17, 2022 6:58 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম/ আমার কাছে নাইকো বুবু ভাজা বাদাম/ আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম।” এই গানেই আপাতত সোশ্যাল মিডিয়া মুখর। সেলিব্রিটি হন বা না হন  ভুবন বাদ্যকরের গানের তালে কোমর দুলিয়ে সোশ্যাল মিডিয়ায় রিল তৈরি করছেন প্রায় সকলেই। এ তো গেল ভারচুয়াল ভুবনের কথা! বাস্তব জগতেও ‘বাদামকাকু’ জনপ্রিয়তার শিখরে। এবার কলকাতায় তৈরি হল ‘বাদামকাকু’র মূর্তি।

Bhuban Badyakar

Advertisement

এত পর্যন্ত পড়ে অনেকেই অবাক হতে পারেন। সেই মূর্তি দেখে অনেকেই হয়তো নিজের চোখকেও বিশ্বাস করতে পারছেন না। যা দেখছেন, যা পড়ছেন তা একেবারে ঠিক! বীরভূমের বিখ্যাত ‘বাদামকাকু’র মূর্তিই তৈরি হয়েছে কুমোরটুলিতে। যা দেখার পরে বিস্মিত প্রায় সকলেই। 

Bhuban-Badyakar

এই মূর্তি নিয়ে আপনার মনের কোণে নানা প্রশ্ন উঁকি দিচ্ছে নিশ্চয়। হয়তো ভাবছেন, এমন সুন্দর মূর্তিটি তৈরি করলেন কে? কুমোরটুলির শিল্পী পরিমল পালের হাতের জাদুতে এক তাল মাটি ‘বাদামকাকু’র রূপ পেয়েছে। একেবারে নিখুঁত। মূর্তি তৈরি করতে সময় লেগেছে মাত্র ৫ দিন।

Bhuban-Badyakar

[আরও পড়ুন: ‘কাশ্মীর ফাইলস’ দেখে অনুপম খেরকে জোকারের সঙ্গে তুলনা কঙ্গনার!]

কেন হঠাৎ ‘বাদামকাকু’র মূর্তি তৈরি করলেন শিল্পী? পরিমল পালের কথায়, “বাদামকাকুর জনপ্রিয়তা এখন গোটা বিশ্বে। বাঙালিকে গোটা বিশ্বের কাছে তুলে ধরেছেন ভুবন বাদ্যকর। সে কারণেই তাঁর মূর্তি তৈরির সিদ্ধান্ত।” ভুবন বাদ্যকরের মূর্তি দেখতে চাইলে কুমোরটুলির ঢাকেশ্বরী মন্দিরের কাছে স্বাধীন সংঘের মণ্ডপে আপনাকে একবার ঢুঁ মারতেই হবে। কারণ, দোলপূর্ণিমা উপলক্ষে গোপাল পুজোয় ‘বাদামকাকু’র মূর্তিটি দেখতে পাওয়া যাবে। ভুবন বাদ্যকর একটিবার কুমোরটুলিতে এসে নিজের মূর্তিটি দেখুন, সেটাই চান শিল্পী পরিমল পাল।

Bhuban-Badyakar

পরিমল পালের উদ্যোগ মন ছুঁয়েছে কাঁচা বাদাম খ্যাত সংগীত শিল্পীর। তিনি রীতিমতো আপ্লুত। তাঁর প্রতিক্রিয়া, জীবদ্দশায় এমন একটা ঘটনার সাক্ষী যে হতে পারবেন, ভাবতেই পারেননি।

Bhuban-Badyakar

শিল্পীর আমন্ত্রণ কি রক্ষা করবেন ‘বাদামকাকু’ ? নাহ, সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু বলেননি ভুবন বাদ্যকর। 

দেখুন ভিডিও:

[আরও পড়ুন: ভালবাসাকেই স্বীকৃতি, সব বাধা পেরিয়ে আদালতেই চার হাত এক হল দম্পতির]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement