Advertisement
Advertisement
Newtown

যুদ্ধবিমানের কোন সুইচ টিপলে ছোটে মিসাইল, দেখাবে নিউটাউনের এয়ারক্র্যাফট মিউজিয়াম

কবে খুলছে রাজ্যের প্রথম এবং দেশের দ্বিতীয় এই এয়ারক্র্যাফট মিউজিয়াম?

Kolkata to get aircraft museum at Newtown। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:February 23, 2022 12:33 pm
  • Updated:February 23, 2022 12:33 pm  

কৃষ্ণকুমার দাস: যুদ্ধবিমানের কোন সুইচ টিপলে ডানার নিচে থাকা মিসাইল ছুটে যায় টার্গেটের দিকে? কীভাবে একসঙ্গে ১২টি বোমা আকাশ থেকে নির্দিষ্ট লক্ষ্যে নিক্ষেপ করা হয়? সপ্তাহ পাঁচেক আগে সেনাধ্যক্ষ বিপিন রাওয়াত সেনা হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গিয়েছেন। সেনার ব্যবহৃত সেই সমস্ত হেলিকপ্টারের ভিতরে কী কী থাকে? দিনকয়েক পরে এমন অজস্র সামরিক রহস্য ও প্রশ্নের কৌতূহল মেটাবে নিউটাউনের (Newtown) নয়া ‘এয়ারক্র্যাফট মিউজিয়াম’ (Aircraft Museum)। বিশাল যুদ্ধবিমান ও সেনা হেলিকপ্টার নিয়ে রাজ্যের প্রথম এবং দেশের দ্বিতীয় এয়ারক্র্যাফট মিউজিয়ামের উদ্বোধন হবে শীঘ্রই।

টাটা মেডিক্যাল হাসপাতালের উলটোদিকে নির্মাণ প্রায় সম্পূর্ণ হওয়া মিউজিয়ামে টার্বোটপ প্রযুক্তিতে তৈরি ১১০ টন ওজনের রাশিয়ান যুদ্ধবিমান টুপোলেভ টিইউ-১৪২ আপাতত দর্শনার্থীদের প্রস্তুত। বিমানে চারটি ইঞ্জিন ও আটটি প্রপেলার যেমন আছে, তেমনই রয়েছে মিসাইল, টর্পেডো, বন্দুক, গুলি, বোমা মজুতের কক্ষ। নিউটাউনে দাঁড়িয়ে থাকা সামরিক মহলে ‘অ্যালবাট্রস’ নামে বহুল পরিচিত রাশিয়ান এই যুদ্ধবিমানটি ১৯৮৮ সালে ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছিল।

Advertisement

[আরও পড়ুন: যুদ্ধের আবহে ভারতীয় পড়ুয়াদের নিয়ে ইউক্রেন থেকে দেশে ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান]

টানা ২৯ বছর দেশকে সার্ভিস দেওয়ার পর অবসর নেওয়ার পর তামিলনাড়ুর আরোক্কানাম নৌঘাঁটির আইএনএস রাজালি থেকে বিমানটি ২০২০ সালের ফেব্রুয়ারিতে কলকাতায় আসে। সড়কপথে ষোলোটি বড় লরিতে অংশ ভাগ করে শহরে এসেছিল। প্রায় দু’বছর ধরে বিমানের অংশগুলি সংযুক্তিকরণের পাশাপাশি মিউজিয়াম নির্মাণের কাজ চলছিল। নিউটাউন থানার কাছে ডিজি ব্লকে কেএমডিএ এই পার্কটি তৈরি সম্পূর্ণ করলেও পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ করছে হিডকো। বাংলা নববর্ষের শুরুতে আমজনতার জন্য খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে হিডকোর।

দেশের দ্বিতীয় এয়্যারক্রাফট মিউজিয়াম নিয়ে গর্ব প্রকাশ করে হিডকোর ম্যানেজিং ডিরেক্টর দেবাশিস সেন জানান, “যুদ্ধবিমানের ভিতরে প্রবেশ করে ককপিটে পাইলটরা কীভাবে বোমা ও মিসাইল নিক্ষেপ করেন তা দেখতে পাবেন দর্শনার্থীরা। সেনার হেলিকপ্টার সামরিক কৌতূহল মেটাবে পড়ুয়াদের।”

[আরও পড়ুন: মানবিক উদ্যোগ, বিরল রোগে আক্রান্ত কিশোরকে আর্থিক সাহায্য কেএল রাহুলের]

ইকো পার্কের মতোই টিকিট কেটে এই মিউজিয়ামে যেমন ঢুকতে হবে, তেমনই স্কুল ও কলেজের পড়ুয়াদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখা হচ্ছে। চার বছর আগে তৈরি দক্ষিণ ভারতের বিশাখাপত্তনম ছাড়া দেশের আর কোনও শহরে নৌসেনার এমন মিউজিয়াম নেই। দেশের অন্যতম সেরা প্রাকৃতিক উদ্যান ইকো পার্কের পর নিউটাউনের ‘এয়্যারক্রাফট মিউজিয়াম’ আরও একটি আকর্ষণীয় ক্ষেত্র হয়ে উঠবে বলে আশা হিডকোর ম্যানেজিং ডিরেক্টরের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement