অর্ণব আইচ: বালিগঞ্জের সেনা আবাসন থেকে উদ্ধার সেনাকর্মীর ছেলের ঝুলন্ত দেহ৷ ভিডিও গেমে অতিরিক্ত আসক্তি নিয়ে মায়ের সঙ্গে বিবাদের জেরেই কী আত্মহত্যা করল ওই কিশোর? খতিয়ে দেখছে পুলিশ৷
বালিগঞ্জের সেনা আবাসনে মায়ের সঙ্গেই থাকত বছর পনেরোর মায়াঙ্ক কুমার৷ তার বাবা মনোজ কুমার সেনাবাহিনীকে চাকরি করেন. অরুণাচলপ্রদেশের কর্মরত তিনি৷ শুক্রবার স্কুলে পরীক্ষা ছিল মায়াঙ্কের৷ পরিবারের লোকেরা জানিয়েছেন, গত বছর পরীক্ষায় পাশ করতে পারেনি সে৷ তা সত্ত্বেও পড়াশোনা না করে বৃহস্পতিবার রাতে ওই কিশোর ভিডিও গেম খেলতে ব্যস্ত ছিল৷ ছেলেকে বকুনি দিয়েছিলেন মায়াঙ্কের মা৷ মায়ের কথা কথা কাটাকাটি হয় ওই কিশোরের৷
রাতে নিজের ঘরে ঘুমোতে চলে যায় মায়াঙ্ক৷ ঘরে একাই ছিল সে৷ পাশের ঘরে ছোট ভাইকে নিয়ে ঘুমিয়ে পড়েন মায়াঙ্কের মা৷ রাত দু’টো নাগাদ ছোট ভাই বাথরুমে ওঠে৷ পরিবারের লোকেদের দাবি, কৌতুহল বশে দাদার ঘরে দরজার খুলে ওই কিশোর দেখেন, সিলিং থেকে সিলিং থেকে ঝুলছে মায়াঙ্ক৷ ছোট ছেলের চিৎকার ঘুম ভাঙে মায়াঙ্কের মায়ের৷ এরপরই শুরু হয় ডাকাডাকি৷ তড়িঘড়ি ওই আবাসনে থাকা অন্যান্যদের সঙ্গে যোগাযোগ করেন মায়াঙ্কের মা৷ সেনা আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছান৷ মায়াঙ্ককে উদ্ধার করে কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই চিকিৎসকরা ওই কিশোরকে মৃত বলে ঘোষণা করেন৷
শুক্রবার সকালে মায়াঙ্কের দেহ উদ্ধার করে বালিগঞ্জ থানার পুলিশ৷ ময়নাতদন্তে পাঠান হয় ওই কিশোরের দেহ৷ পুলিশ জানিয়েছে, মায়াঙ্কের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি৷ তদন্তকারীদের প্রাথমিক অনুমান, ভিডিও গেম নিয়ে মা ও ছেলের বিবাদের জেরেই আত্মঘাতী হয়েছে মায়াঙ্ক৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.