Advertisement
Advertisement

১২ মেধাবী পড়ুয়ার হাত ধরেই সাফল্যে ফিরল কলকাতা

মাধ্যমিকের ‘ব্যর্থতা’ ঝেড়ে ফেলে কলকাতাও উঠে এল উচ্চ মাধ্যমিকের সেরাদের তালিকায়।

Kolkata returns to success with the 12 merit
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 8, 2018 8:25 pm
  • Updated:June 8, 2018 8:25 pm  

সন্দীপ চক্রবর্তী ও অভিরূপ দাস: মাধ্যমিকে মেধা তালিকায় স্থান না পাওয়ায় আক্ষেপ হয়েছিল মহারাজদের। সেই আক্ষেপ মিটিয়ে দিলেন উচ্চমাধ্যমিকের তিন পড়ুয়া। উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর দেখা গেল, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক বিদ্যালয়ের তিন ছাত্র স্থান পেয়েছেন মেধা তালিকায়। তেমনই মাধ্যমিকের ‘ব্যর্থতা’ ঝেড়ে ফেলে কলকাতাও উঠে এল উচ্চ মাধ্যমিকের সেরাদের তালিকায়।

যাদবপুর বিদ্যাপীঠ, যোধপুর পার্কের পাথফাইন্ডার, নব নালন্দা ও পাঠভবন এগিয়ে দিয়েছে কলকাতাকে। নরেন্দ্রপুরকে বাদ দিলে মেধা তালিকায় কলকাতার তিন ছাত্র। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক বিদ্যালয়ের তিন ছাত্র সেরাদের তালিকায়। রাত বারোটায় বন্ধ হয়ে যায় আলো। সকাল থেকেই প্রার্থনার মাধ্যমে শুরু হয়। গ্রাম থেকে চলে এসেছিল। মেদিনীপুর থেকে একাদশে ভরতি করে মা। অষ্টম স্থানাধিকারী অর্ঘ দে স্কুলের শৃঙ্খলার জন্যই ভাল ফল হয়েছে বলে জানাল। মহারাজ আক্ষেপ করলেন, দশম শ্রেণির পরীক্ষায় র‌্যাঙ্ক করেনি স্কুল। কিন্তু উচ্চমাধ্যমিকে ভাল ফল হবে আশা ছিলই। র‌্যাঙ্ক করেছেন শ্রেয়াংশ চট্টোপাধ্যায়। সেও জানাল, ‘এখানে যা পেয়েছি, অন্য কোথাও পেতাম না।” একবাক্যে ওরা রামকৃষ্ণ মিশনের নিয়মানুবর্তিতা, মহারাজদের স্নেহপ্রবণ শিক্ষাকে মর্যাদা দিল।

Advertisement

[বন্ধ হবে না বারাকপুরের স্কুল, প্রয়োজনে সেনাকে জমি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর]

যাদবপুর বিদ্যাপীঠের অভ্রদীপ্তা ঘোষ পেয়েছেন পঞ্চম স্থান। শিক্ষিকা হতে চান। তিনিই মেয়েদের মধ্যে প্রথম। প্রাপ্ত নম্বর ৪৮৬, শতাংশের বিচারে ৯৭.২। একই নম্বর পেয়েছেন যোধপুর পার্কের পাথফাইন্ডার হায়ার সেকেন্ডারি পাবলিক স্কুলের অরিত্র রায়। যাদবপুর বিদ্যাপীঠ ছাড়াও দারুণ ফল পাঠভবন ও নব নালন্দা স্কুলেরও। পাঠভবনের তন্নিষ্ঠা মণ্ডলের র‌্যাঙ্ক ষষ্ঠ, প্রাপ্ত নম্বর ৪৮৫। নব নালন্দার সাগ্নিক তালুকদারও একই নম্বর পেয়েছেন। সপ্তম বেথুন কলেজিয়েট স্কুলের দীপা ঘোষ। অন্ধ্র অ্যাসোসিয়েশন হাইস্কুলের নিশা যাদবও নবম হয়েছেন। নব নালন্দার তীর্থশঙ্কর বাছাড় দশম স্থান পেয়েছেন ৪৮১ নম্বর পেয়ে। পাথফাইন্ডারের সায়নী দত্ত দশম স্থান অধিকার করেছেন। বিদ্যাভারতীর শ্রেয়সী গঙ্গোপাধ্যায় নবম হয়েছেন।

কলকাতার কাছে উত্তরপাড়া মডেল স্কুলের সৌরদ্বীপ নাথ চতুর্থ হয়েছেন। উত্তরপাড়া গার্লস হাইস্কুলের মধুরিমা মুখোপাধ্যায় এবার ষষ্ঠ। শহরতলির কাঁচরাপাড়ার ইন্ডিয়ান গার্লস হাই স্কুলের ছাত্রী অনন্যা ঘোষ ৪৮৩ পেয়ে অষ্টম। কল্যাণীর স্প্রিংডেল হাইস্কুলের ছাত্র অনিরুদ্ধ দত্ত পেয়েছেন পঞ্চম স্থান। মেধা তালিকায় স্থান পেয়েছেন ওই স্কুলের আর এক ছাত্রী অনুশ্রী মজুমদার৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement