Advertisement
Advertisement

জাতীয় সংগীতের অবমাননা! প্রতিবাদ করে নিগৃহীত তিলজলা থানার ওসি

রাতের শো-তে শহরের নামী মাল্টিপ্লেক্সে গন্ডগোল৷

Kolkata Police's OC was beaten by two boy
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 3, 2018 7:53 pm
  • Updated:July 3, 2018 7:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনেমা শুরু আগে জাতীয় সংগীত বাজার সময় উঠে দাঁড়ায়নি দুই যুবক, তার প্রতিবাদ করেন হলে উপস্থিত অন্যান্যরা৷ প্রতিবাদ করেন ওই হলেই সিনেমা দেখতে যাওয়া তিলজলা থানার ওসি জয়সূর্য মুখোপাধ্যায়ও৷ বদলে দুই যুবকের হাতে আক্রান্ত হতে হল তাঁকে৷ ঘটনায় ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ খোঁজ চলছে আরও একজনের৷

[শহরে পা রাখছে লালফৌজের প্রতিনিধি দল, বৈঠক ফোর্ট উইলিয়ামে]

Advertisement

রবিবার রাতে৷ সঞ্জয় দত্তের জীবনের উপর নির্মিত ও রণবীর কাপুর অভিনীত ‘সঞ্জু’ সিনেমা দেখতে গিয়েছিলেন কলকাতা পুলিশের সাউথ ইস্ট ডিভিশনের ডিসি কল্যাণ মুখোপাধ্যায় ও তাঁর সঙ্গে আরও কয়েকটি থানার ওসি ও এসি৷ শেষ শোয়ে পাক সার্কাস এলাকার একটি নামকরা মাল্টিপ্লেক্সে গিয়েছিলেন তাঁরা৷ সেই দলেরই সদস্য ছিলেন তিলজলা থানার ওসি জয়সূর্য মুখোপাধ্যায়৷ জানা গিয়েছে, সিনেমা শুরুর আগে হলের মধ্যে বেজে ওঠে জাতীয় সংগীত৷ হলের সকলে দাঁড়ালেও, না দাঁড়িয়ে পায়ের উপরে পা তুলে বসে ছিল দুই যুবক৷ যা দেখে হলের মধ্যেকার অনেকেই প্রতিবাদ করেন৷ কিন্তু সিনেমা শুরু হয়ে যাওয়ায় তা সাময়িকভাবে থেমে যায়৷

[দূষিত হচ্ছে উচ্চশিক্ষার বাতাবরণ, উদ্বেগ প্রকাশ বিদ্বজনদের]

জানা গিয়েছে, আসল ঘটনা ঘটে বিরতির সময়ে৷ তখন আবারও ওই দুটি ছেলের সঙ্গে উক্ত কারণেই বাকবিতণ্ডা বাধে হলের বাকিদের৷ যেখানে প্রতিবাদ করেন ওসি জয়সূর্য মুখোপাধ্যায়৷ অভিযোগ, তারপরেই তাঁর উপরে চড়াও হয় ওই দুই যুবক৷ তাঁকে হেনস্তা করে, চলে মারধর৷ এমনকি তাঁকে সেখানে ফেলেই চম্পট দেয় অভিযুক্তরা৷ তাঁকে উদ্ধার করেন বাকি পুলিশ অফিসাররা৷ মামলা দায়ের হয় কড়েয়া থানায়৷ পরে সিসিটিভি দেখে অভিযুক্তদের চিহ্নিত করা হয়৷ ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ খোঁজ চলছে অন্যজনের৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement