ফাইল ছবি
অর্ণব আইচ: এপ্রিলের প্রথম দিনেই মেয়াদ ফুরোচ্ছে পুলিশ লাইসেন্সের। তাই ব্যবসায়ীদের সংগ্রহ করতে হবে পুলিশ লাইসেন্স। শহরের ব্যবসায়ীদের একাংশকে সতর্ক করে নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার। কলকাতা পুলিশের ‘বন্ধু অ্যাপ’-এর মাধ্যমেই অনলাইনে এই লাইসেন্সের ব্যাপারে আবেদন জানানো যাবে। এমনকী, চায়ের দোকান, পান-বিড়ি-সিগারেটের দোকান থেকে শুরু করে রেস্তরাঁ, হোটেলের বৈধ পুলিশ লাইসেন্স না থাকলে আইনি ব্যবস্থা নেবে পুলিশ।
লালবাজারের সূত্র জানিয়েছে, কলকাতার যে ব্যবসায়ীরা খাদ্যসামগ্রী বিক্রির সঙ্গে যুক্ত, তাঁদের কাছে পুলিশ লাইসেন্স থাকা বাধ্যতামূলক। এ ছাড়াও হোটেল ও পানশালা ব্যবসায়ীদের রাখতেই হয় পুলিশ লাইসেন্স। কিন্তু লালবাজারের পুলিশকর্তাদের মতে, অনেক ব্যবসায়ীই জানেন না যে, তাঁদের পুলিশ লাইসেন্স রাখতে হয়। সেই কারণেই গত কয়েক মাসে কলকাতা পুলিশের পক্ষ থেকে বিশেষ অভিযান চালানো হয়। অভিযান চালানোর সময় অনেক ব্যবসায়ীই জানান যে, তাঁরা জানেন শুধু ট্রেড লাইসেন্স ও রেস্তরাঁর ক্ষেত্রে ফুড লাইসেন্স থাকলেই ব্যবসা করা যায়। পুলিশ লাইসেন্স যে বাধ্যতামূলক, তা তাঁরা জানেন না। সেই ক্ষেত্রে ব্যবসায়ীদের বোঝানো হয়, যে দোকান ঠান্ডা পানীয় বিক্রি করে, অথবা অন্যান্য জিনিসপত্রের সঙ্গে কোনও ব্যবসায়ী নিজের দোকানে আইসক্রিম রাখলেও তাঁদের কাছে থাকতে হবে পুলিশ লাইসেন্স।
এমনকী, কিছু ব্যবসায়িক কেন্দ্র ও বাজারে গিয়েও ব্যবসায়িক কমিটি বা বাজার কমিটির সঙ্গে পুলিশ আধিকারিকরা গিয়ে বৈঠক করেন। পুলিশের সূত্র জানিয়েছে, এই লাগাতার অভিযানের ফলে যেমন ব্যবসায়ীরা অনেকটাই সচেতন হয়েছেন, তেমনই নতুন পুলিশ লাইসেন্সের সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। যেমন, শুধু উত্তর কলকাতায় গত এক বছরে প্রায় ৮০০টি নতুন পুলিশ লাইসেন্স তৈরি হয়েছে।
সম্প্রতি পুলিশ কমিশনার মনোজ ভার্মা যে নির্দেশিকাটি জারি করেছেন, তাতে উল্লেখ রয়েছে যে, চায়ের দোকান, খাবার দোকান, মিষ্টির দোকান, রেস্তরাঁ, খাওয়া ও থাকার হোটেল, পান-বিড়ি-সিগারেটের দোকান, খাবার ও পানীয় রাখে এমন যে কোনও দোকানের পুলিশ লাইসেন্স ১ এপ্রিলে শেষ হচ্ছে। এপ্রিলের শুরু থেকে ৩০ জুনের মধ্যে কলকাতা পুলিশের ‘বন্ধু পোর্টাল’-এ ব্যবসায়ীরা পুলিশ লাইসেন্সের জন্য আবেদন জানাতে পারেন। তার জন্য ব্যবসায়ী কী কী সামগ্রী তথা খাদ্যসামগ্রী বিক্রি করছেন, তা জানাতে হবে। এ ছাড়াও মদের দোকান, পানশালা, ক্লাব ও সিনেমাহলের সঙ্গে পানশালা থাকলেও পুলিশ লাইসেন্স বাধ্যতামূলক। একই সঙ্গে নির্দেশিকায় বলা রয়েছে, দোকান, রেস্তোরাঁ বা হোটেল, পানশালার জন্য ওই লাইসেন্স না নিলে কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.