Advertisement
Advertisement

পথ নিরাপত্তায় নয়া উদ্যোগ পুলিশের, শহরের রাস্তায় বসছে বুম গেট

কালীঘাটে বেপরোয়া বাইকের ধাক্কায় জখম মহিলা।

kolkata police will install Boomgate in city roads
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 9, 2018 11:27 am
  • Updated:February 9, 2018 11:32 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শহরে পথ দুর্ঘটনা রুখতে নয়া উদ্যোগ কলকাতা পুলিশের। ৭৫টি গুরুত্বপূর্ণ মোড়ে বসানো হচ্ছে বুম গেট। বৃহস্পতিবারও কালীঘাটে বেপরোয়া বাইকের ধাক্কায় আহত হন এক মহিলা। ৩ বাইক আরোহীর মধ্যে একজনকে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, বাইক আরোহীদের সকলেই মদ্যপ ছিলেন।

[নিউটাউনে ট্রাম্প টাওয়ারের শিলান্যাস, শহরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের পুত্র]

Advertisement

রাজ্যে পথ দুর্ঘটনা রুখতে ‘সেভ ড্রাইভ, সেফ লাইফ’  স্লোগান তুলে প্রচার চলছে বিস্তর। কিন্তু, কাজের কাজ কিছু হচ্ছে না। খাস কলকাতাতেই উত্তরোত্তর বাড়ছে দুর্ঘটনা। কখনও বেপরোয়া বাইকের ধাক্কায়, কখনও আবার বাসের দৌরাত্ম্যে আহত হচ্ছেন পথচারীরা। প্রাণহানির ঘটনা ঘটছে। তাই পথ নিরাপত্তা জোরদার করতে শহরের রাস্তায় বুম গেট বসানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ। সূত্রের খবর, শহরের ৭৫টি গুরুত্বপূর্ণ মোড়ে বা ক্রসিংয়ে বসানো হবে এই বুম গেট। প্রথম বুমগেটটি বসবে এক্সাইড মোড়ে এজেসি বসু রোডে দু’দিকের ফুটপাতে। এই গেট পেরিয়েই রাস্তা পারবার করতে হবে পথচারীদের।

[শ্বাসনালীতে ছোলা আটকে প্রাণসংশয় শিশুর, বিপণ্মুক্ত করল এসএসকেএম]

কলকাতায় প্রায় সর্বত্রই সিগন্যাল ব্যবস্থার মাধ্যমে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হয়। কিন্তু, সিগন্যাল মেনে সবসময় রাস্তা পারপার করেন না পখচারীরা। ফলে দুর্ঘটনা ঘটে যায়। উৎসবের মরসুমে তো বটেই, বছরভর বিভিন্ন মোড়ে দড়ি ফেলে পথচারীদের নিয়ন্ত্রণ করে ট্রাফিক পুলিশ। সিগন্যাল যখন গ্রিন থাকে, তখন রাস্তা পারপার ঠেকাতে ফুটপাতের দুই প্রান্তে দড়ি ধরে দাঁড়িয়ে থাকেন পুলিশকর্মীরা। সিগন্যাল লাল হওয়ার পর, দড়িটি রাস্তায় ফেলে দেওয়া হয়। তারপর পথচারীরা রাস্তা পার হন। সেই ব্যবস্থাটাই পালটে ফেলতে চাইছে কলকাতা পুলিশ। দড়ির পরিবর্তে এবার ফুটপাতে থাকবে বুম গেট। সিগন্যাল মেনে আপনা থেকেই বুম গেটটি বন্ধ হয়ে যাবে। আবার খুলেও যাবে।

[ভাতে মারল রেল, হাওড়া স্টেশনের ভেন্ডিং স্টলে বন্ধ খাবারের জোগান]

এদিকে, রাতের শহরে ফের বেপরোয়া বাইকের ধাক্কায় জখম হলেন এক মহিলা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে হরিশ মুর্খাজি রোড দিয়ে তীব্র গতিতে কালীঘাটের দিকে যাচ্ছিল একটি বাইক। বাইকে তিনজন আরোহী ছিলেন। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে ওঠে পড়ে বাইকটি। বাইকের ধাক্কায় জখম হন এক মহিলা। দুর্ঘটনার পর একজনকে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। বাকিরা পালিয়ে যায়।

[হোয়াটসঅ্যাপের মাধ্যমেও পড়াশোনা সম্ভব, পথ দেখাচ্ছেন মিত্র ইনস্টিটিউশনের প্রাক্তনীরা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement