Advertisement
Advertisement
Mithun Chakraborty

আরও বিপাকে মিঠুন চক্রবর্তী! শীঘ্রই ‘মহাগুরু’কে তলব করতে পারে কলকাতা পুলিশ

আগেই মানিকতলা থানায় মিঠুনের বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা।

Kolkata Police will be summons BJP leader Mithun Chakraborty in this week | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:May 24, 2021 4:46 pm
  • Updated:May 24, 2021 5:34 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্বাচনী প্রচারে বেফাঁস মন্তব্য করে আগেই আইনি জটে জড়িয়েছেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। এবার আরও বিপাকে পড়লেন মহাগুরু। চলতি সপ্তাহে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলব করতে পারে কলকাতা পুলিশ, প্রকাশ্যে এসেছে এমনই তথ্য। 

ব্রিগেডের ময়দানে মোদির হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন সুপারস্টার মিঠুন চক্রবর্তী। পদ্মশিবিরে যোগ দিয়েই তৃণমূলের নেতা-নেত্রীদের আক্রমণ করেন তিনি। বারবার বোঝানোর চেষ্টা করেছেন নিজের অস্তিত্ব। ভোটপ্রচারে তাঁকে বলতে শোনা গিয়েছিল, “আমি জলঢোঁড়াও নই, বেলেবোড়াও নই। আমি জাত গোখরো, এক ছোবলে ছবি।” পরে আবার শীতলকুচির (Sitalkuchi) ঘটনায় নাম না করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই (Mamata Banerjee) নিশানা করে বলেছিলেন, “ওখানে (শীতলকুচিতে) যা ঘটেছে তা খুবই দুঃখজনক। মৃতদের প্রণাম জানাই। কিন্তু কেন এই সব উসকানি দিয়ে চার জন মায়ের কোল খালি করে দেওয়া হল?” যদিও ভোটগণনার পর আর দেখা পাওয়া যায়নি মিঠুনের।

Advertisement

[আরও পড়ুন: পুলিশ হাসপাতাল বদলে গেল কোভিড চিকিৎসাকেন্দ্রে, ভারচুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী]

এই উসকানিমূলক মন্তব্যের জেরেই ৬ মে মানিকতলা থানায় মামলা দায়ের করা হয় মিঠুন চক্রবর্তী ও দিলীপ ঘোষের বিরুদ্ধে।বাংলা সিটিজেন্স ফোরামের পক্ষ থেকে মামলা করেন মৃত্যুঞ্জয় পাল। তাতে বলা হয়েছিল, ভোট প্রচারে মিঠুন চক্রবর্তীর এই বক্তব্যগুলি সাধারণ সিনেমার সংলাপ নয়। এই ধরনের বক্তব্য সন্ত্রাস এবং উত্তেজনায় প্ররোচনা দেয়। ফলে কোথাও সন্ত্রাস হলে তাঁর দায় মিঠুনেরও। পরবর্তীতে সেই মামলার শুনানিতে  পুলিশের কাছে রিপোর্ট তলব করেছিল শিয়ালদহ-র এসিজেএম আদালত। সেই ঘটনায় এবার অভিনেতাকে তলব করতে পারে পুলিশ। 

[আরও পড়ুন: নারদ মামলা: ফিরহাদ-সহ চার নেতা আরও দু’দিন গৃহবন্দি, পরবর্তী শুনানি বুধবার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement