সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়: ক্যামেরায় ছবি তোলা নয়, এবার বিভিন্ন ধরনের অপরাধ বিশেষ করে খুনের কিনারা করতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করার সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ। ঘটনাস্থল ও মৃতদেহের ছবি তোলা হবে থ্রি-ডি মডেলিং সিস্টেমে। বুধবার নেতাজিনগরে দম্পতি খুনের ঘটনার তদন্তে প্রথমবার নয়া পদ্ধতিতে ছবি তুললেন তদন্তকারীরা।
টালিগঞ্জের নেতাজিনগরে নিজের বাড়িতে খুন হয়ে গিয়েছেন এক বৃদ্ধ দম্পতি। মঙ্গলবার সকালে ওই বাড়ি থেকে সত্তরোর্ধ্ব দিলীপ মুখোপাধ্যায় ও তাঁর স্ত্রী স্বপ্নাদেবীর রক্তাক্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। কিন্তু কেন খুন হতে হল ওই দম্পতিকে? দিলীপবাবু ও স্বপ্নাদেবীর কোনও সন্তান ছিল না। বাড়ির দোতলায় একটি ঘরে থাকতেন তাঁরা। আর নিচের তলায় থাকেন ভাড়াটিয়া। তাঁদের বক্তব্য, ওই বৃদ্ধের কাছে মাঝেমধ্যেই আসত প্রমোটারদের ফোন। বাড়ি বিক্রির করার জন্য চাপ দেওয়া হত। জানা গিয়েছে, বাড়ি থেকে একটি উইলও উদ্ধার করেছে পুলিশ। উইলটি দিলীপ মুখোপাধ্যায়ের নামে। কিন্তু, তাঁর মৃত্যুর পর বাড়ি মালিক কে হবে? তার উল্লেখ নেই উইলে। ফলে এই জোড়া খুনের ঘটনার সঙ্গে প্রমোটিং যোগ আরও জোরালো হয়েছে। ঘটনার তদন্তে চিরাচরিত পদ্ধতির বদলে অত্যাধুনিক প্রযুক্তি সাহায্য নিচ্ছে পুলিশ।
বুধবার নেতাজিনগরের যে বাড়িতে খুন হয়েছেন দিলীপ মুখোপাধ্যায় ও তাঁর স্ত্রী স্বপ্নাদেবী, সেই বাড়িতে গিয়ে থ্রি-ডি মডেলিং সিস্টেমে ঘটনাস্থল ও আশেপাশের এলাকা ছবি তোলেন তদন্তকারীরা। জানা গিয়েছে, খুন বা অন্য কোনও অপরাধের ক্ষেত্রে এতদিন সাধারণ ক্যামেরাতেই ঘটনাস্থল ও মৃতদেহ ছবি তোলা হত। কিন্তু তাতে একসঙ্গে প্রয়োজনীয় ছবি তোলা যেত না। তাই প্রমাণ সংগ্রহের জন্য বারবার ঘটনাস্থলে যেতে হত তদন্তকারীদের। এবার আর তেমনটা করতে হবে না। কলকাতা পুলিশের কর্তাদের দাবি, এই থ্রি-ডি মডেলিং পদ্ধতিতে একসঙ্গে ঘটনাস্থল, মৃতদেহ, এমনকী, আশেপাশের এলাকার ছবি তোলা যাবে। সেই ছবি থেকে কম্পিউটারে থ্রি-ডি ইমেজ তৈরি করে নেবেন তদন্তকারীরা। আর এই গোটা প্রক্রিয়া পরিচালনা করবে লালবাজারের সায়েন্টিফিক শাখা।
এদিকে নেতাজিনগরে বৃদ্ধ দম্পতি খুনের ঘটনায় পুলিশকে কড়া পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সাফ কথা, ‘কাউকে খুন করে সম্পত্তি দখল করা যাবে না। এই ধরণের ঘটনা রুখতে পুরসভা ও পঞ্চায়েতকে আরও সতর্ক হতে হবে।’ শুধু তাই নয়, নেতাজিনগরে নিহত দম্পতির সম্পত্তিতে স্তম্ভ বসানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.