Advertisement
Advertisement
Kolkata Police Auction

ঠেলাগাড়ি, হাতে টানা রিকশা কেনা যাবে নিলামে, বিক্রি করবে পুলিশ

কবে হবে এই নিলাম?

Kolkata Police to auction vehicles, including hand pulling Rickshaw | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:October 30, 2023 11:53 am
  • Updated:October 30, 2023 11:53 am  

অর্ণব আইচ: ঠেলাগাড়ি কিনতে চান? অথবা বিকেলে হাওয়া খাওয়ার জন‌্য হাতে টানা রিকশা? কিংবা একটি সাইকেল? সব আছে পুলিশের কাছে। যদিও সেগুলি পুরনো। কোনওটির মালিকানা নেই। আবার কোনওটি কিছুটা অকেজো। হাজারের উপর এরকম রকমারি গাড়ি পুলিশের কাছে রয়েছে। এবার সেগুলি নিলামে তুলছে লালবাজার (Lalbazar)।

hand-pulling-rickshaw-1

Advertisement

পুলিশের ভাষায় এদের বলা হয় ‘হ‌্যাকনি ক‌্যারেজ’। অর্থাৎ ধীরে চালিত যান। কলকাতার সব রাস্তায় চলতে পারে না ঠেলাগাড়ি, রিকশা অথবা সাইকেলের মতো গাড়ি, যেগুলি মূলত যন্ত্রচালিত নয়। সেই রাস্তাগুলিতে পুলিশ অভিযান চালিয়ে এই ধরনের গাড়ি আটক করে। দেখা গিয়েছে, ঠেলাগাড়ি, সাইকেল ভ‌্যান, সাইকেল রিকশাই বেশি সংখ‌্যায় ধরা পড়ে। কলকাতার একটি বড় অংশে হাতে টানা রিকশা চললেও সেখানে এখনও সাইকেল রিকশা চলা নিষিদ্ধ। ‘সীমান্ত’ পেরিয়ে কোনও সাইকেল রিকশা ওই অঞ্চলে চলে গেলে তা আটক হয় পুলিশের হাতে।

[আরও পড়ুন: ঠান্ডা মাথায় খুন ‘ফ্রেন্ডস’ তারকা ম্যাথিউ পেরি? রহস্য দানা বাঁধতেই প্রকাশ্যে ময়নাতদন্তের রিপোর্ট]

নিয়ম অনুযায়ী, জরিমানা দিয়ে গাড়ির চালক বা মালিককে গাড়ি ছাড়াতে হয়। আবার কোনও গাড়ি দুর্ঘটনার কবলে পড়লেও তা আটক করা হয়। আদালতের মাধ‌্যমে সেই গাড়ি পেতে হয়। লালবাজারের এক আধিকারিক জানান, অনেক সময়ই দেখা যায় যে, গাড়ির মালিক যে কোনও কারণেই হোক, গাড়ি ছাড়াতে আসেন না। সেই ক্ষেত্রে প্রথমে থানা চত্বর ও তার পর ক্রমে পুলিশের ডাম্পিং গ্রাউন্ডে ঠাঁই হয় ওই গাড়িগুলির। গত কয়েক মাস ধরে সমীক্ষা চালিয়ে কলকাতা পুলিশ দেখেছে যে, ডাম্পিং গ্রাউন্ডে জায়গা হয়েছে ১১৫২টি ‘হ‌্যাকনি ক‌্যারেজ’-এর।

পুলিশের সূত্র জানিয়েছে, শহরে বেআইনিভাবে চলাচলের কারণে পুলিশের হাতে সব থেকে বেশি ধরা পড়েছে ঠেলাগাড়ি। মোট ৩৬০টি ঠেলাগাড়ি রয়েছে পুলিশের হেফাজতে। এর পর দেখা গিয়েছে, পুলিশের কাছে রয়েছে আটক হওয়া ৩৪০টি ফ্ল‌্যাট ভ‌্যান, যা ছোট মালবাহী গাড়ি বলে পরিচিত। সঙ্গে রয়েছে ২০০টি সাইকেল ভ‌্যান ও ১৯৮টি সাইকেল রিকশা। এ ছাড়াও তিনটি হাতগাড়ি, পাঁচটি বেকারি বা কেক-রুটি বহনকারী গাড়ি, ৬টি আখের রসের গাড়ি, দশটি আইসক্রিমের গাড়ি, কুড়িটি মোটর ভ‌্যান, পাঁচটি মোটর রিকশা, দুটি হাতে টানা রিকশা, দুটি সাইকেল ও একটি টোটো রয়েছে।

পুজোর পরই সেগুলি নিলামে বিক্রির প্রস্তুতি নিচ্ছে কলকাতা পুলিশ (Kolkata Police)। ৬ নভেম্বরের মধ্যে ইচ্ছুক ক্রেতারা কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করে ডাম্পিং গ্রাউন্ডে গিয়ে গাড়িগুলি দেখে আসতে পারেন। পছন্দও করে নিতে পারেন নিজের পছন্দমতো ‘ফেলে দেওয়া গাড়ি’, যেগুলি ফের কাজে লাগানো যাবে। এর পর ৮ নভেম্বর এই অনলাইনে নিলামে উঠবে এই গাড়িগুলি। যে ক্রেতা বেশি দাম দেবেন, তাঁর কপালেই এই পড়ে থাকা গাড়ি জুটবে বলে জানিয়েছে পুলিশ।

[আরও পড়ুন: মুখ থুবড়ে পড়েছে ‘তেজস’! তবু তেজি কঙ্গনার অভিশাপ, ‘আমার খারাপ চাইলেই দুর্ভোগে পড়বেন’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement