Advertisement
Advertisement

দুর্নীতি ও প্রতারণার মামলায় এবার মুকুল রায়কে নোটিস কলকাতা পুলিশের

দিল্লিতে গিয়ে বিজেপি নেতাকে জেরা করতে চেয়ে নোটিস তদন্তকারীদের৷

Kolkata police serves notice to BJP leader Mukul Roy

ফাইল ছবি

Published by: Tanujit Das
  • Posted:July 29, 2019 3:18 pm
  • Updated:July 29, 2019 3:22 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্নীতি ও প্রতারণার মামলায় এবার মুকুল রায়কে জেরা করতে চেয়ে নোটিস পাঠাল কলকাতা পুলিশ৷ সূত্রের খবর, ৩০ জুলাই বিজেপি নেতাকে জেরা করতে চেয়ে নোটিস পাঠানো হয়েছে৷ বড়বাজারের একটি দুর্নীতি ও প্রতারণার মামলায় তাঁকে নোটিস পাঠানো হয়েছে৷ নোটিসে আধিকারিকরা জানিয়েছেন, দিল্লিতে গিয়ে মুকুল রায়কে জিজ্ঞাসাবাদ করতে চান তাঁরা৷

[ আরও পড়ুন: জনসংযোগ বাড়াতে নয়া কৌশল, এবার আমজনতার কথা শুনবেন তৃণমূলনেত্রী নিজেই ]

Advertisement

কলকাতা পুলিশ সূত্রে খবর, বড়বাজারের ওই দুর্নীতি মামলায় এর আগে বেশ কয়েকজনকে জেরা করেছেন তদন্তকারীরা৷ সেই জেরাতেই মুকুল রায়ের নাম উঠে আসে৷ পুলিশের আধিকারিকরা জানতে পারেন, প্রতারণার সঙ্গে যোগ রয়েছে বিজেপি নেতার৷ এরপরই সিআরপিসি-র ১৬০ ধারা মুকুল রায়কে নোটিস পাঠানোর তোড়জোড় শুরু করেন তাঁরা৷ পুলিশ জানিয়েছে, আইন মোতাবেক মুকুল রায়কে নোটিস পাঠান হয়েছে৷ এবং সেখানে উল্লেখ করা হয়েছে দিল্লিতে গিয়ে তাঁকে জেরা করতে চান তদন্তকারীরা৷ এর কারণ হিসাবে তদন্তকারীরা অফিসাররা জানিয়েছেন, এর আগে একটি মামলায় মুকুল রায় তাঁদের জানিয়েছিলেন যে তিনি সিনিয়র সিটিজেন৷ তাই কলকাতায় এসে জিজ্ঞাসাবাদে অংশগ্রহণ করা তাঁর পক্ষে সম্ভব নয়৷ সেই কারণেই এবার তদন্তকারীরা আগে থেকেই বিজেপি নেতাকে দিল্লিতে গিয়ে জেরা করতে চেয়েছেন৷

[ আরও পড়ুন: চিকিৎসক নিগ্রহকাণ্ডে ধৃত আরও ২, জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযান ঘিরে অনিশ্চয়তা ]

যদিও কলকাতা পুলিশের এই নোটিসকে ভাল ভাবে নেননি মুকুল রায়৷ এই নোটিসের বিরোধিতা করে ইতিমধ্যে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি৷ বিজেপি নেতা জানান, ‘‘আগেই সাক্ষী হিসেবে আমাকে নোটিস দেওয়া হয়েছিল। আমি ওদের বলেছিলাম, আমি দিল্লিতে রয়েছি৷ তাই দিল্লিতে আসতে। এর আগে ব্যাঙ্কশাল আদালতে আমার নামে একটা মামলা করেছিল ওরা। দুটো জিনিস কীভাবে হয়? আমি সেজন্য দিল্লি হাই কোর্টে আবেদন করেছি’’। এই ঘটনায় মমতা সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করারও অভিযোগও তুলেছেন এই শীর্ষ বিজেপি নেতা৷ 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement