রাহুল রায়: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপালে গুলি মন্তব্যের পরিপ্রেক্ষিতে সুকান্ত মজুমদারের অভিযোগের কোনও সারবত্তা নেই। নিম্ন আদালতে একথাই জানাল কলকাতা পুলিশ। আগামী ১৬ নভেম্বর মামলার পরবর্তী শুনানি।
গত ১৩ সেপ্টেম্বর বঙ্গ বিজেপির নবান্ন অভিযানে জখম হয়েছিলেন কলকাতা পুলিশের এসিপি দেবজিৎ চট্টোপাধ্যায়। চিকিৎসাধীন থাকাকালীন দেবজিৎকে দেখতে এসএসকেএম হাসপাতালে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেখানে পুলিশের সহ্যশক্তি এবং ধৈর্য্যের প্রশংসা করে তৃণমূল সাংসদ বলেন, “দেবজিৎবাবুকে বলে এলাম, আপনার সংবেদনশীলতাকে স্যালুট জানাই। আপনার জায়গায় আমি থাকলে মাথায় গুলি করতাম।”
তাঁর এই মন্তব্য ঘিরে বিতর্ক ছড়ায়। অভিষেকের এই মন্তব্যের সমালোচনা করে থানায় এফআইআর দায়ের করার চেষ্টা করেন বঙ্গ বিজেপি-র নেতারা। তবে গেরুয়া শিবিরের দাবি, অভিষেকের ওই মন্তব্যের বিরুদ্ধে এফআইআর করার চেষ্টা করেছিলেন বিজেপি নেতারা, কিন্তু পুলিশ এফআইআর করতে চায়নি। এরপরই মামলা দায়ের করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেই মামলার পরিপ্রেক্ষিতেই কলকাতা পুলিশ বৃহস্পতিবার আদালতে রিপোর্ট পেশ করে। পুলিশের তরফে দাবি করা হয়, অভিষেকের ‘কপালে গুলি’ মন্তব্যের পর কোনও অপরাধমূলক ঘটনা ঘটেনি। তাই রিপোর্টে সুকান্ত মজুমদারের অভিযোগের কোনও সারবত্তা নেই।
অবশ্য রিপোর্টটি হাতে পাওয়ার আরজি জানান মামলাকারীর আইনজীবী। সেই আরজি খারিজ করে দেয় আদালত। ওই রিপোর্ট দেওয়া যাবে না বলেই সাফ জানানো হয়। তবে মামলাকারীর আইনজীবীর দাবি অনুযায়ী, শুনানি পিছিয়ে দেওয়া হয়। আগামী ১৬ নভেম্বর মামলার পরবর্তী শুনানি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.