ছবিটি প্রতীকী
অর্ণব আইচ: শপিং মলে কুড়িয়ে পাওয়া লাখ টাকার বালা হেলায় ফেলে দিয়েছিলেন এক মহিলা। সেই বালা কুড়িয়ে পেয়ে হস্তগত করেছিলেন এক ব্যাংককর্মী। কিন্তু তাঁর হদিশ পাওয়া অত সহজ ছিল না। সিসিটিভির সূত্র ধরে জানা যায়, তিনি কোন দোকানে গিয়েছিলেন। সেই দোকানের বিলের সূত্র ধরেই উদ্ধার হল হীরে খচিত সোনার বালা।
পুলিশ জানিয়েছে, কিছুদিন আগেই মধ্য কলকাতার বউবাজারের বাসিন্দা এক মহিলা গিয়েছিলেন ফুলবাগান অঞ্চলের একটি শপিং মলে। সেখানেই কেনাকাটা করার সময় তাঁর হাত থেকে পড়ে যায় ওই লাখ টাকার বালাটি। কোথাও বালাটির সন্ধান না পেয়ে তিনি ফুলবাগান থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে। যেখানে বালাটি পড়ে গিয়েছিল বলে সন্দেহ, সেখানকার সিসিটিভির ফুটেজ ভাল করে দেখে এক মহিলাকে শনাক্ত করা হয়। জানা যায়, তিনি পূর্বরেলের কর্মী। তিনি জানান, বালাটি তিনি সত্যিই কুড়িয়ে পেয়েছিলেন। কিন্তু পরের জিনিস নিতে চাননি। তাই সেটি একপাশে রেখেও দিয়েছিলেন।
তাঁর বক্তব্য অনুযায়ী আরও কিছু সিসিটিভির ফুটেজ ঘাঁটা হয়। দেখা যায়, ওই বালাটি ফের কুড়িয়ে নিচ্ছেন এক ব্যক্তি। কিন্তু তাঁকে শনাক্ত করা সহজ নয়। ফুটেজ লক্ষ্য করে বোঝা যায়, তিনি কোন দোকানে যাচ্ছেন। শপিং মলের সেই দোকানে গিয়ে ওই ব্যক্তি জিনিস কিনে যে বিল হাতে পেয়েছিলেন, তার কপি খুঁজে বের করা হয়। বিলের কপিতে মেলে ফোন নম্বর। তার সূত্র ধরেই ওই ব্যক্তিকে ফোন করা হয়। বেসরকারি ব্যাংকের কর্মী ওই ব্যক্তি ফুলবাগান থানায় এসে ওই বালা জমা দিয়ে যান। উদ্ধার হয় ওই বালা।
এদিকে, রাস্তার উপর মোবাইল ছিনতাই। অভিযোগে গ্রেপ্তার হল বিক্রম মুখোপাধ্যায় ওরফে ভিকি নামে এক মহিলা। পুলিশ জানিয়েছে, বেলেঘাটার রাধামাধব দত্ত লেনের বাসিন্দা এক যুবক মোবাইলে কথা বলতে বলতে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তখনই তাঁর কাছ থেকে মোবাইল ছিনতাই করে পালায় এক দুষ্কৃতী। বেলেঘাটা থানার পুলিশ তদন্ত শুরু করে। ভিকিকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.