Advertisement
Advertisement

Breaking News

Christmas

‘বঁ জু’, ‘বঁ সোয়া’, ফরাসি ক্লাসে পাঠ নিচ্ছেন কলকাতা পুলিশের আধিকারিকরা! কিন্তু কেন?

ইংরাজি ছেড়ে হঠাৎ ফরাসিতে মনোনিবেশ কেন কলকাতা পুলিশের?

Kolkata Police officers are learning French for foreign visitors on christmas eve | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:December 23, 2022 2:13 pm
  • Updated:December 24, 2022 3:59 pm  

অর্ণব আইচ ও নিরুফা খাতুন: পথের হদিশ জানতে সামনে বিদেশি পর্যটক। ‘বঁ জু!’ একগাল হেসে সম্ভাষণ জানালেন ট্রাফিক পুলিশ সার্জেন্ট। পাসপোর্ট খুইয়ে থানার দ্বারস্থ প্রবীণ পর্যটক দম্পতি। চেয়ার এগিয়ে বসতে বলে তরুণ ডিউটি অফিসার বললেন- ‘বঁ সোয়া।’ অর্থাৎ শুভ সন্ধ‌্যা!

বড়দিনে (Christmas 2022) পর্যটন মরশুমে কলকাতায় দেখা যাবে হয়তো এমনই ছবি। যা বাস্তবায়নে আলিয়ঁস ফ্রঁসেইজ দ্যু কলকাতার সঙ্গে হাত মেলাল কলকাতা পুলিশ। বুধবার এজন‌্য চুক্তি স্বাক্ষরিত হল দু’পক্ষের। উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার লক্ষ্মীনারায়ণ মিনা, যুগ্ম কমিশনার (আধুনিকীকরণ) শঙ্খশুভ্র চক্রবর্তী ও আলিয়ঁস ফ্রঁসেইজ দ্যু কলকাতার ডিরেক্টর নিকোলা ফ‌্যাসিনো। চুক্তি অনুযায়ী কলকাতা পুলিশের কর্মী ও আধিকারিকদের ফরাসি শেখাবে আলিয়ঁস ফ্রঁসেইজ। যেমনটা বছরখানেক আগে কলকাতা পুলিশকর্মীদের ‘স্পোকেন ইংলিশ’ কোর্স করিয়েছিল ব্রিটিশ কাউন্সিল।

Advertisement

[আরও পড়ুন: বিনামূল্যে অস্ত্রোপচার করেন চিকিৎসক, টাকা জমিয়ে ১১ বছর পর ঋণ শোধ দিনমজুর রোগীর]

পুলিশ কর্তারা বলছেন, প্রতি বছরই কলকাতায় (Kolkata) বিদেশি পর্যটকের সংখ‌্যা বাড়ছে। সারা বছর, বিশেষত শীত পড়তেই মহানগরীতে ভিড় জমান ইউরোপ, অস্ট্রেলিয়া, জাপান, মার্কিন ভ্রমণার্থীরা। এই বিদেশিদের ঘোরাঘুরি মূলত পার্ক স্ট্রিট, শেক্সপিয়র সরণি, নিউ মার্কেট, ধর্মতলা চত্বরে। কালীঘাট, শোভাবাজার, মল্লিক ঘাটের মতো অন‌্যান‌্য অঞ্চলও থাকে আকর্ষণের কেন্দ্রে। কোনও রাস্তা বা জায়গার নিশানা জানতে তাঁরা সাহায‌্য নিয়ে থাকেন পুলিশের। কিন্তু অনেক সময়ই ইংরেজিতে কথোপকথনে দুর্বলতার কারণে সমস‌্যা হয় পুলিশকর্মীদের। ভিনপ্রদেশ থেকে আসা মানুষও হিন্দির বদলে ইংরেজিকেই বহুক্ষেত্রে পছন্দ করেন। তাঁরাও সমস‌্যায় পড়েন একই কারণে। এই সমস‌্যা দূর করতে বছরখানেক আগে ব্রিটিশ কাউন্সিলের সাহায‌্য নিয়ে কর্মীদের জন‌্য স্পোকেন ইংলিশ কোর্স করায় কলকাতা পুলিশ। দেখা যায়, কোর্স করার পর ঝরঝরে ইংরেজিতে কথা বলতে অসুবিধা হচ্ছে না আধিকারিকদের। সেই অভিজ্ঞতা থেকেই এবার ফরাসি ভাষা শেখানোর উদ্যোগ। লক্ষ‌্য, কলকাতা পুলিশকে ‘স্মার্ট পুলিশ’-এ রূপান্তরিত করা।

কিন্তু ফরাসি ভাষা কেন? লালবাজারের কর্তারা বলছেন, বিদেশি পর্যটকদের অনেকে ইংরেজির বদলে জার্মান বা ফরাসি ভাষায় স্বচ্ছন্দ। সে জন‌্যই কলকাতা পুলিশের কমিউনিটি পুলিশিং শাখা ও ফরাসি সাংস্কৃতিক কেন্দ্র আলিয়ঁস ফ্রঁসেইজ কলকাতার যৌথ উদ্যোগে ফরাসি ভাষার প্রাথমিক বা ‘সারভাইভাল  কোর্স’ চালুর উদ্যোগ। ইচ্ছুক কর্মী ও আধিকারিকদের দিতে হবে কোর্স ফির ৫০ শতাংশ। বাকিটা দেবে কলকাতা পুলিশের কমিউনিটি পুলিশিং উইং। ১৪ জানুয়ারি থেকে শুরু হবে এই কোর্স। ইতিমধ্যেই আবেদন জমা পড়তে শুরু করেছে। পরের বছরের বড়দিনে তাই কলকাতা পুলিশ অফিসারের মুখে ‘বঁ জু’, ‘বঁ সোয়া’ বা ‘মেসি বোকু’ শুনলে অবাক হবেন না যেন!

[আরও পড়ুন: সৌদির ক্লাবেই সাত বছরের চুক্তি করবেন রোনাল্ডো, খেলা ছাড়াও থাকবে নয়া দায়িত্ব]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement