Advertisement
Advertisement

ব্যাংক জালিয়াতি রুখতে হেল্পলাইন নম্বর চালু করল কলকাতা পুলিশ

কোন নম্বরে ফোন করবেন? অবশ্যই জেনে রাখুন।

Kolkata Police launches helpline to report bank fraud
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 3, 2018 5:01 pm
  • Updated:July 3, 2018 5:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাংক থেকে বলছি… আপনার লটারি লেগেছে। দয়া করে অ্যাকাউন্ট ও পিন নম্বর দিন। কিংবা আধার কিংবা প্যান যোগ করতে, অ্যাকাউন্ট নম্বর দিতে হবে। সরল বিশ্বাসে নম্বর দিয়েও দেন অনেক গ্রাহক। তারপরই চোখে পড়ে ফাঁদ। মোবাইলের সিম সোয়াপিং বা অ্যাকাউন্ট হ্যাক করে সর্বস্বান্ত করা হচ্ছে গ্রাহকদের। বেশ কয়েকবার এই জালিয়াতি সামনে আসার পরই নয়া পদক্ষেপ করল কলকাতা পুলিশ। চালু করা হল হেল্পলাইন নম্বর।

[  হাসপাতালে জরায়ুর বাইরেই প্রাণ পেল শিশু, কীর্তি ন্যাশনাল মেডিক্যালের ]

Advertisement

ব্যাংকিং সংক্রান্ত ব্যক্তিগত তথ্য কারও সঙ্গে ভাগ করে নেওয়া উচিত নয়। অনেক ব্যক্তিই এ কথা জানেন। সচেতন কেউ তা শেয়ার করেন না। তবে প্রতারণা চক্রের সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদের টার্গেটে মূলত থাকেন বয়স্করা। তাঁদের অসবাধানতার সুযোগ নিয়েই লক্ষ লক্ষ টাকা জালিয়াতি করছে প্রতারণাকারীরা। এমনকী পেনশনভোগীদেরও রেহাই মিলছে না। কোথাও আবার গায়েব হয়ে যাচ্ছে প্রভিডেন্ট ফান্ডের টাকা। এই প্রতারণা রুখতেই এবার পদক্ষেপ কলকাতা পুলিশের। ডিটেকটিভ ডিপার্টমেন্টের অ্যান্টি ব্যাংক ফ্রড বিভাগের তরফে চালু করা হল নতুন হেল্পলাইন নম্বর। প্রতারণা সংক্রান্ত কোনও ফোন পেলেই জানাতে হবে 8585063104 নম্বরে। তাহলেই পদক্ষেপ করবে পুলিশ। অথবা মেল করা যাবে bankfraud@kolkatapolice।gov।in –এই আইডি-তে। সোশ্যাল মিডিয়ায় এই মর্মে একটি পোস্ট করে কলকাতা পুলিশ জানিয়েছে, ‘অনেকে আমাদের সাইবার পুলিশ স্টেশনে অভিযোগ জানিয়ে থাকেন এই ধরণের ফোনের ব্যাপারে। সেখানেও অবশ্যই জানাতে পারেন। তবে নতুন চালু হওয়া এই নির্দিষ্ট হেল্পলাইনে ফোন করলে প্রয়োজনীয় ব্যবস্থা আরও তাড়াতাড়ি নিতে পারব আমরা। জানান আমাদের এমন ফোন পেলেই।’

কলেজ ভরতির ব্যাপারে কোনও অসুবিধা হলেও পুলিশের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে জানানোর আরজি জানানো হয়েছিল। এবার ব্যাংক প্রতারণা রুখতেও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর প্রয়াস পুলিশের। পাশাপাশি অবাঞ্ছিত ফোনে মহিলাদের উত্যক্ত করার বিষটি রুখতেও কঠোর হয়েছে পুলিশ। এ ব্যাপারে পুলিশের তরফে জানানো হয়েছে, ‘সাইবার-হেনস্তার প্রতিরোধে সম্প্রতি যাদবপুর এবং পোর্ট ডিভিশনে দুটি নতুন সাইবার-সেলও চালু হয়েছে। তবে, অনেকে হয়তো জানেন না, এই ধরনের সমস্যার মোকাবিলার জন্য একটি নির্দিষ্ট হেল্পলাইন আছে আমাদের। যার নাম ‘ASK’( Anti Stalking)। হেল্পলাইনের নম্বর 8017100100, চব্বিশ ঘন্টাই সক্রিয় থাকে এই হেল্পলাইন। এছাড়াও ইমেল করতে পারেন এখানে : email:[email protected]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement