অর্ণব আইচ: পাচারকারীদের হাত থেকে কিশোরী ও তরুণীদের বাঁচাতে নয়া উদ্যোগ। এলাকার বাসিন্দাদের ‘ক্লাস’ নিলেন উত্তর বন্দর থানার ওসি। বুধবার ইদের নমাজের পর জ্যোতিনগর কলোনিতে নেওয়া হল এই ‘ক্লাস’। উত্তর বন্দর থানার ওসি পার্থ মুখোপাধ্যায় এলাকার বাসিন্দাদের বহিরাগত যুবকদের থেকে সতর্ক থাকার পরামর্শ দেন। বলেন, অচেনা যুবকরা এই এলাকার কিশোরী ও তরুণীদের সঙ্গে বন্ধুত্ব পাতানোর চেষ্টা করতে পারে। কিন্তু এলাকার মায়েরা যেন মেয়েদের তা থেকে বিরত রাখেন। ওই যুবকরা তাঁদের মেয়েদের প্রলোভন দেখাতেই পারে। কিন্তু মেয়েরা যেন ওই পাচারকারীদের ফাঁদে পা না দেন। কারণ, চাকরি অথবা বিয়ের প্রলোভন দেখিয়ে এলাকার মেয়েদের পাচারের চেষ্টা করতে পারে নারী পাচারকারী চক্র। এমনই খবর রয়েছে পুলিশের কাছে।
উল্লেখ্য, এই জ্যোতিনগর কলোনিতে পাচারের ঘটনা নতুন কিছু নয়। এখানকারই এক বছর ১৬-র কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বেঙ্গালুরুতে পাচারের অভিযোগ ওঠে কিছুদিন আগেই। তদন্তে নেমে এক যুবকের হদিশ পায় উত্তর বন্দর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে ওই কিশোরীকে বেঙ্গালুরু থেকে উদ্ধার করে কলকাতায় ফিরিয়ে আনা হয়। বেঙ্গালুরু পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে এক পাচারকারী। পুলিশের ধারণা, জ্যোতিনগর কলোনিকে ফের ‘টার্গেট’ করতে পারে নারী পাচারকারীরা। এলাকার বাসিন্দারা সতর্ক ও সচেতন হলেই নারী পাচার বন্ধ হতে পারে বলে মত পুলিশের।
বলা বাহুল্য, নারী পাচারের ঘটনা এরাজ্যে নতুন কিছু নয়। প্রান্তিক জেলা থেকে দরিদ্র পরিবারের কিশোরীদের কাজের টোপ দিয়ে পাচারের ঘটনা হামেশাই ঘটে। কখনও দিল্লি মুম্বই বা অন্য কোনও মেট্রোসিটির পতিতাপল্লিতে ঠাঁই মেলে সেই সব কিশোরীদের। কেউ বা দালাল মারফৎ পাচার হয়ে যায় বিদেশেও। অনেকে বিনা পারিশ্রমিকেই পরিচারিকার কাজ করে। সেই বাড়িতে শারীরিক মানসিক অত্যাচারেরও শিকার হয়। শিশিপাচার করে শ্রমিকের কাজ করানো একটা ব্যবসায় পরিণত হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.