Advertisement
Advertisement
অমিত শাহ

মিলল ‘মৌখিক’ অনুমতি, শহিদ মিনারে অমিত শাহর সভা ঘিরে জটিলতা কাটার ইঙ্গিত

মার্চের প্রথম দিনই শহরে মেগা সমাবেশ বিজেপির।

Kolkata police grants permission to BJP to organize rally
Published by: Subhajit Mandal
  • Posted:February 24, 2020 6:54 pm
  • Updated:February 24, 2020 6:54 pm

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: অবশেষে শহিদ মিনারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) সভা ঘিরে অনিশ্চয়তা কাটার ইঙ্গিত। প্রথম আপত্তি করলেও পরে আলোচনা-সাপেক্ষে মৌখিকভাবে ওই সভার অনুমতি দিয়েছে কলকাতা পুলিশ। সেনাবাহিনীর অনুমতি আগেই মিলেছিল। সব ঠিক থাকলে মার্চের প্রথম দিনই শহর কলকাতায় মেগা জনসভা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী।

amit-shah CAA rally
পূর্ব নির্ধারিত সূচিমতো ১ মার্চ শহিদ মিনারে অমিত শাহর সভার আয়োজনের জন্য পুলিশ ও সেনার কাছে অনুমতি চেয়েছিল রাজ্য বিজেপি। সেনার তরফে তাঁদের জমিতে সভা করার অনুমতি দেওয়া হলেও, আপত্তি জানায় কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের যুক্তি ছিল, ওই সময়ে উচ্চমাধ্যমিক পরীক্ষা চলবে, তাই সভার অনুমতি দিলে পরীক্ষার্থীদের অসুবিধার মুখে পড়তে হবে। বিজেপি নেতাদের পালটা যুক্তি, শহিদ মিনারের আশেপাশে কোনও বসতি এলাকা বা স্কুল নেই। ওইদিন রবিবার, কোনও পরীক্ষা নেই। তাই মাইক বাজলেও অসুবিধা হওয়ার কথা নয়। গত বৃহস্পতিবার পুলিশের কাছে সভা করার অনুমতি চেয়ে আবেদন করেছিল বিজেপি। সোমবার বিকেল পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রীর সভা হওয়া নিয়ে চূড়ান্ত অনিশ্চয়তা চলেছে। অবশেষে, সোমবার সন্ধ্যায় গিয়ে জটিলতা কাটে। বিজেপি নেতাদের যুক্তি মেনে নিয়ে সভা করার মৌখিক অনুমতি দেয় পুলিশ। খোদ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) একথা জানিয়েছেন।

Advertisement

[আরও পড়ুন: দুধসাদা পশ্চিমি পোশাকেও ভারতীয় ছোঁয়া রাখলেন মেলানিয়া, জানেন কীভাবে?]

DILIP

[আরও পড়ুন: মোতেরায় অবলীলায় একের পর এক ভুল উচ্চারণ ট্রাম্পের, হাসির রোল নেটদুনিয়ায়]

সূচি অনুযায়ী, ২৯ ফেব্রুয়ারি সন্ধেয় শহরে আসছেন অমিত। সেদিন সন্ধেতেই রাজ্য বিজেপির সাংগঠনিক কমিটির সঙ্গে বৈঠক করবেন তিনি। এপ্রসঙ্গে রাজ্যের এক বিজেপি নেতা জানান, শহিদ মিনার ময়দানে জনসভার পাশাপাশি সাংগঠনিক বৈঠকও করবেন প্রাক্তন সর্বভারতীয় সভাপতি। রাজ্যজুড়ে শুরু হতে চলা পুরভোটে দলের রণনীতি কী হবে তা নিয়েই মূলত আলোচনা হবে ওই বৈঠকে। পাশাপাশি সাংগঠনিক শক্তিবৃদ্ধি করার জন্য কী কী করণীয় তা নিয়েও আলোচনার কথা রয়েছে। অমিত শাহকে সংবর্ধনা দেওয়ার কর্মসূচিও রয়েছে রাজ্য নেতৃত্বের। ১ মার্চের সভায় মূলত সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে রাজ্যবাসীকে বোঝাবেন শাহ। তাঁর সঙ্গে থাকবেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাও (JP Nadda)। রাজ্য বিজেপি এই সমাবেশকে সফল করার উদ্দেশ্যে ইতিমধ্যেই কোমর বেঁধে নেমে পড়েছে। শহিদ মিনারের সভায় রেকর্ড জমায়েত করার লক্ষ্য তাঁদের।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement