সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে চার্জশিট ফাইল করল কলকাতা পুলিশ৷ তৃণমূলনেত্রী মহুয়া মৈত্রর দায়ের করা অভিযোগের ভিত্তিতে আলিপুর আদালতে চার্জশিট জমা দিল পুলিশ৷ খবর সংবাদ সংস্থা পিটিআই সূত্রে৷ শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়েছে৷ আদালতে হাজির না হওয়ায় তাঁর বিরুদ্ধে এই ওয়ারেন্ট জারি করা হয়েছে বলে জানা গিয়েছে৷
কলকাতা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, বৃহস্পতিবার আলিপুর আদালতে বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়েছে৷ তাঁকে তিনবার সমন পাঠানো সত্ত্বেও তিনি পুলিশের সঙ্গে দেখা করেননি, খবর পিটিআইয়ের৷ সংবাদ সংস্থা সূত্রে আরও জানানো হয়েছে, এই বিষয়ে বাবুল সুপ্রিয় কোনও মন্তব্য করেননি৷
একটি জাতীয় সংবাদমাধ্যমের শোয়ে মহুয়া মৈত্রর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ ওঠে বাবুলের বিরুদ্ধে৷ এই অভিযোগে তৃণমূলনেত্রী গত ৪ জানুয়ারি পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন৷ পুলিশ ওই টেলিভিশন চ্যানেলের ফুটেজ চেয়ে পাঠায়৷ তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ উড়িয়ে বাবুল সুপ্রিয় বলেন, “আইনের উপর সম্পূর্ণ আস্থা রয়েছে৷” মহুয়াদেবীর অভিযোগ শিশুসুলভ বলেও মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়৷ এর আগে, রোজভ্যালি কাণ্ডে তাঁর নাম উল্লেখের অভিযোগে বাবুল সুপ্রিয় তিন তৃণমূল নেতার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.