অর্ণব আইচ ও অরিজিৎ গুপ্ত: বিজেপির নবান্ন অভিযানের (BJP Nabanna Abhijan) জেরে চরম ভোগান্তির মুখে পড়তে পারেন পথচারী ও যাত্রীরা। কারণ, আগামিকাল অর্থাৎ ১৩ সেপ্টেম্বর সকাল আটটা থেকে দ্বিতীয় হুগলি সেতু ও দুপুর বারোটা থেকে হাওড়া ব্রিজে যান নিয়ন্ত্রণ করা হবে। দুই সেতুতেই ফের যান চলাচল করবে বিকেল চারটের পর থেকে। ফলে হাওড়া-কলকাতার মধ্যে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। নাজেহাল হতে পারেন নিত্যযাত্রীরাও।
হাওড়া সিটি পুলিশের তরফে নিত্যযাত্রীদের কলকাতায় যাওয়ার জন্য বা কলকাতা থেকে হাওড়ায় (Howrah) আসার জন্য বালির নিবেদিতা সেতু ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে নবান্ন অভিযান শুরুর আগে হাওড়ায় যাঁরা ট্রেন ধরতে যাবেন, অথবা কলকাতায় ফিরবেন, কিছু সময়ের জন্য হাওড়া ব্রিজ দিয়ে তাঁরা হেঁটে যাতায়াত করতে পারেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.