Advertisement
Advertisement
Kolkata Police Death

খাস কলকাতায় পুলিশকর্মীর রহস্যমৃত্যু! স্ত্রী ও ছেলের হাতে খুন?

বাড়িতেই মৃত্যু আলিপুর থানার এএসআই শংকর চট্টোপাধ্যায়ের। প্রতিবেশীদের অভিযোগ, ছেলে ও স্ত্রীর মারধরের জেরে প্রৌঢ়ের এই পরিণতি। ঘটনাকে কেন্দ্র করে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে রিজেন্ট পার্ক থানা এলাকায়।

Kolkata Police Death: A police officer allegedly killed by son and wife at Regent Park

ছবি: প্রতীকী

Published by: Tiyasha Sarkar
  • Posted:November 29, 2024 9:23 am
  • Updated:November 29, 2024 1:04 pm  

অর্ণব আইচ: খাস কলকাতায় পুলিশকর্মীর রহস্যমৃত্যু (Kolkata Police Death)। বাড়িতেই মৃত্যু আলিপুর থানার এএসআই শংকর চট্টোপাধ্যায়ের। প্রতিবেশীদের অভিযোগ, ছেলে ও স্ত্রীর মারধরের জেরে প্রৌঢ়ের এই পরিণতি। ঘটনাকে কেন্দ্র করে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে রিজেন্ট পার্ক থানা এলাকায়। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। অভিযুক্তদের শাস্তির দাবিতে ফুঁসে উঠেছেন এলাকার বাসিন্দারা।

জানা গিয়েছে, মৃতের নাম শংকর চট্টোপাধ্যায়। আলিপুর থানার এএসআই পদে কর্মরত ছিলেন তিনি। বেশ কিছুদিন ধরেই নার্ভের সমস্যায় ভুগছিলেন। হাঁটতে সমস্যা হচ্ছিল। ফলে ছুটিতে ছিলেন তিনি। চিকিৎসা চলছিল বাঙুর হাসপাতালে। শুক্রবার সকালে প্রতিবেশীরা জানতে পারেন শংকরবাবুর মৃত্যু হয়েছে। এর পরই প্রতিবেশীরা ক্ষোভে ফেটে পড়েন। তাঁদের অভিযোগ, দিনের পর দিন মৃত পুলিশকর্মীর উপর অত্যাচার চালাতো তার স্ত্রী ও ছেলে। রীতিমতো মারধর করা হতো। রাস্তায় ফেলেও প্রৌঢ়কে মারা হয়েছে বলে অভিযোগ। ঠিক মতো খেলেও দেওয়া হত না বলে অভিযোগ।

Advertisement

প্রতিবেশীদের অভিযোগ, স্ত্রী ও ছেলেই খুন করেছে ওই পুলিশকর্মীকে। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। রিপোর্ট এলেই স্পষ্ট হবে, খুন নাকি অসুস্থতার কারণেই মৃত্যু তা স্পষ্ট হবে। উল্লেখ্য, এ বিষয়ে এখনও অভিযুক্তদের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement