Advertisement
Advertisement
Kolkata

পুলিশ সেজে গানপয়েন্টে কলকাতার রাস্তা থেকে ‘অপহরণ’, মাত্র কয়েক ঘণ্টায় উদ্ধার যুবক

এই ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Kolkata police crack kidnapping case of a young man । Sangbad Pratidin

ফাইল ছবি।

Published by: Sayani Sen
  • Posted:February 3, 2024 12:13 pm
  • Updated:February 3, 2024 12:33 pm

অর্ণব আইচ ও নিরুফা খাতুন: পুলিশ সেজে কলকাতার রাস্তা থেকে যুবককে অপহরণ। কবরডাঙা ক্রসিংয়ের ঘটনার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে কিনারা করল পুলিশ। অপহৃত যুবককে উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ৩ অপহরণকারীও। অপহরণে ব্যবহৃত গাড়িটিকেও বাজেয়াপ্ত করেছে পুলিশ।

বছর বাইশের নীতীন শাহ, আজাদগড়ের বাসিন্দা। পেশায় ব্যবসায়ী। শুক্রবার দুই বন্ধুর সঙ্গে হরিদেবপুরের কবরডাঙা ক্রসিংয়ের কাছে পানশালার সামনে দাঁড়িয়েছিলেন। অভিযোগ, একটি সাদা স্করপিও গাড়িতে চড়ে বেশ কয়েকজন আসে। ওই গাড়িতে পুলিশ লেখা বোর্ড ছিল। বন্দুক দেখিয়ে তাঁকে গাড়িতে তোলা হয়। শুধু তাই নয়, ২০ লক্ষ টাকা মুক্তিপণও চায় অপহরণকারীরা। গোটা ঘটনাটি ওই পানশালা সিসি ক্যামেরায় ধরা পড়ে।

Advertisement

[আরও পড়ুন: ইনস্টাগ্রামে আলাপ, তরুণীর খাবারে মাদক মিশিয়ে গণধর্ষণ ‘বন্ধু’র!]

এর পর রাত ১০টা ৩৭ নাগাদ পুলিশ খবর পায়। হরিদেবপুর থানা ঘটনার তদন্তে নামে। ওসির নেতৃত্বে তিনটি পুলিশের দল বিশেষ অভিযান চালায়। কয়েক ঘণ্টার মধ্যেই অপহরণে ব্যবহৃত গাড়িটিকে পাকড়াও করা হয়। নীতীনকে উদ্ধার করা হয়। তিন অপহরণকারীকেও গ্রেপ্তার করা হয়। ধৃতরা হল বিপ্লব পাত্র ওরফে ভিক্টর। ৩৩ বছর বয়সি ভিক্টর ঘোরুইপাড়ার বাসিন্দা। এছাড়া এমজি রোডের বাসিন্দা বছর ছেচল্লিশের অশোক মাজি এবং বিয়াল্লিশ বছর বয়সি অরুণাংশু দাসকে গ্রেপ্তার হয়েছে। ওই যুবককে কোনও পুরনো শত্রুতায় অপহরণ করা হল নাকি শুধু মুক্তিপণ লাভের আশায়, উঠছে প্রশ্ন।

[আরও পড়ুন: ভারতরত্ন পাচ্ছেন ‘পথ প্রদর্শক’ এল কে আডবাণী, ঘোষণা মোদির]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement