ফাইল ছবি
অর্ণব আইচ: ভুয়ো কাস্ট সার্টিফিকেট ব্যবহারে পুলিশ কনস্টেবল নিয়োগে শোরগোল বাংলায়। এবার সেই ভুয়ো কাস্ট সার্টিফিকেট যাচাই করতে জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছে লালবাজার। ইতিমধ্যে জাতিগত শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট জমা দিয়ে কলকাতা পুলিশের কনস্টেবল পদে যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের নথি যাচাই করতে জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
সেন্ট্রাল রির্জাভ অফিসের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল, জাতিগত শংসাপত্র জমা দিয়ে যারা চাকরি করছেন, শীঘ্রই তাঁদের সার্টিফিকেট ও সেই সংক্রান্ত নথি লালবাজারে জমা দিতে হবে। সূত্রের দাবি, সেই নথি জমাও পড়েছে। খতিয়ে দেখতে এবার তালিকা ধরে বিভিন্ন জেলা প্রশাসনকে রিপোর্ট দিতে বলা হয়েছে কলকাতা পুলিশের তরফে। জানাতে হবে, ওই সার্টিফিকেট আদৌ কি আসল নাকি ভুয়ো, তা খতিয়ে দেখে রিপোর্ট দিতে হবে। নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক সূত্র জানাচ্ছে, লালবাজার এই ইস্যুতে সন্দেহজনক কনস্টেবলদের একটি নামের তালিকা তৈরি করেছে।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যার সমিতির তরফে অভিযোগ জানানো হয়েছে, ২০১২ সালে ভুয়ো তফসিলি শংসাপত্র জমা দিয়ে চাকরি পেয়েছেন শতাধিক। অভিযোগ পেয়েই অনুসন্ধান শুরু করে লালবাজার। সেই সূত্র ধরেই এই রিপোর্ট তলব। আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে কলকাতা পুলিশে অভিযোগ জানানো পাশাপাশি রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তরের কাছেও লিখিত অভিযোগ জানিয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.