Advertisement
Advertisement
Fake doctors

অন্যের নাম ভাঁড়িয়ে নার্সিংহোম তৈরির তোড়জোড়! ফের কলকাতায় গ্রেপ্তার ২ ভুয়ো ডাক্তার

মাস খানেক আগে নিজের নামের এই অপব্যবহার নজরে পড়ায় থানায় অভিযোগ জানান চিকিৎসক।

Kolkata Police arrests two fake doctors allegedly using another's name and registration number for 'treatment' | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Sucheta Sengupta
  • Posted:March 6, 2022 12:25 pm
  • Updated:March 6, 2022 3:23 pm  

অর্ণব আইচ: দীর্ঘদিন ধরে এক চিকিৎসকের নাম, রেজিস্ট্রেশন নম্বর নকল করে ভুয়ো চিকিৎসা চালাচ্ছিল ২ জন। কলকাতা তো বটেই, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এই চিকিৎসকদের দাপট চলছিল। কিন্তু শেষরক্ষা আর হল না। কলকাতা পুলিশের (Kolkata Police) জালে ধরা পড়ল দুই প্রতারিত। সল্টলেক ও বাঁশদ্রোণি থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলেছে খবর। আজ তাদের আলিপুর আদালতে তোলা হবে।

মাসখানেক আগে, ৮ ফেব্রুয়ারি রবীন্দ্র সরোবর (Rabindra Sarobar) থানায় এক চিকিৎসক অভিযোগ দায়ের করেন যে তাঁর নাম ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে অন্য কেউ চিকিৎসা করছেন। তিনি একে প্রতারণার শামিল বলে করছেন। তাই অবিলম্বে ওই প্রতারককে গ্রেপ্তারের দাবিতে তিনি থানার দ্বারস্থ হয়েছেন বলে জানান। অভিযোগকারীর নাম ডাক্তার অভিষেক নাহার। তিনি অ্যানাস্থেশিস্ট। কিন্তু যেসব অভিযোগ নজরে আসায় তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন, তার মধ্যে অন্যতম, ডাক্তার নাহারের নাম, রেজিস্ট্রেশন নম্বর, প্যাড ব্যবহার করে জনৈক অন্যান্য রোগেরও ওষুধ দিচ্ছে, যা একেবারেই সম্ভব নয়।

Advertisement

[আরও পড়ুন: তুমুল অশান্তির মাঝেও IMA’র নির্বাচনে জয়ী নির্মল মাজি, কারচুপির অভিযোগ বিরোধীদের]

তদন্তে নেমে পুলিশ দু’জনকে গ্রেপ্তার করে। ধৃতদের নাম রাজীব সরকার, তিনি টালিগঞ্জ (Tollygunj) এলাকার বাসিন্দা এবং বিধাননগরের শুভ নাথ। এদের মধ্যে দ্বিতীয় জনের ভূমিকা ছিল চিকিৎসকের। আর রাজীব সরকার কম্পাউন্ডার হিসেবে ভুয়ো কাজকর্ম করত। জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা, ঘাটাল, ঝাড়গ্রাম-সহ নানা জেলায় ঘুরে ঘুরে ভুয়ো চিকিৎসা চালাত এই দু’জন। সম্প্রতি ডায়মন্ড হারবারে (Diamond Harbour) ডাক্তার অভিষেক নাহারের নাম, রেজিস্ট্রেশন ব্যবহার করে নার্সিংহোম খোলার তোড়জোড় করছিল তারা। তারপরই পুলিশের জালে ধরা পড়ে শুভ নাথ  ও রাজীব সরকার। 

[আরও পড়ুন: OMG! তিস্তায় ধরা পড়ল ৩৬ কেজি ওজনের ‘মহাশোল’, দাম কত জানেন?]

বছর কয়েক আগে কলকাতা ও রাজ্যের বিভিন্ন প্রান্তে ভুয়ো চিকিৎসকদের (Fake Doctors) দাপটের খবর মিলছিল। অনেকেই ডিগ্রি, রেজিস্ট্রেশন ছাড়া চিকিৎসা করে জনগণের বিপদের কারণ হয়ে উঠছিল। পুলিশ লাগাতার অভিযান চালিয়ে সেই চক্র ভেঙেছে। সাবধানী হয়েছে আমজনতাও। রবিবার দুই ভুয়ো ডাক্তার ও কমপাউন্ডারের গ্রেপ্তারিতে সেই স্মৃতি ফের উসকে উঠল। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement