Advertisement
Advertisement
hookah bar

রাতের কলকাতায় রমরমিয়ে চলছে বেআইনি হুক্কা বার, পুলিশি অভিযানে জালে ৫

সরকারি নিয়ম ভেঙে হুক্কা বার চালানোর অভিযোগ।

Kolkata Police arrested owner & staff of an illegal hookah bar | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Paramita Paul
  • Posted:February 19, 2022 11:04 am
  • Updated:February 19, 2022 11:04 am  

অর্ণব আইচ: ফের অবৈধ হুক্কা বারের হদিশ মিলল কলকাতায়। সরকারি নিয়ম ভেঙে বার চালানোর অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করল পুলিশ। শনিবার তাদের আদালতে তোলা হবে। সূত্রের খবর, সরকারি নিমকে বুড়ো আঙুল দেখিয়ে কলকাতার আনাচ কানাচে একাধিক হুক্কা বার চলছে। খবর পেয়ে মাঝেমধ্যেই অভিযান চালায় পুলিশ। এদিনও সেরকম অভিযান চালিয়েছিল পুলিশ।

শুক্রবার রাত প্রায় বারোটা নাগাদ বাইপাস এলাকায় অভিযান চালায় কলকাতা পুলিশ। হাইল্যান্ড পার্ক এলাকার একটি মলের হুক্কা বারে হানা দেয় কলকাতা পুলিশের গোয়েন্দারা। সরকারি নিয়ম ভেঙে বার চালানোর অভিযোগে ৫ জনকে আটক করা হয়। বার চালানোর জন্য প্রয়োজনীয় নথি তাদের কাছে ছিল না বলেই অভিযোগ। ধৃত পাঁচজনের নাম মহম্মদ আলি, অজয় দাস, বুম্বা সি, সেলিম লস্কর এবং সন্টু ঘোষ। তারা সকলেই হুক্কা বারের মালিক ও কর্মী। 

Advertisement

[আরও পড়ুন: গরু পাচার কাণ্ডে মূল অভিযুক্ত এনামুল হককে গ্রেপ্তার করল ইডি]

উল্লেখ্য, গত বছর ভবানীপুরের এলগিন এবং অ্যাস্টন রোডে দু’টি ক্যাফের (Cafe) আড়ালে হুক্কা বার চালানোর অভিযোগ উঠেছে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই দু’টি জায়গায় হানা দেয়। দেখা যায় কোভিডবিধি লঙ্ঘন করে মাঝরাতেও ওই দু’টি হুক্কা বারে বহু মানুষের ভিড়। চলছে দেদার খাওয়াদাওয়া। এছাড়া সশব্দে গানবাজনা চালিয়ে নাচতেও দেখা গিয়েছে অনেকজনকে। শারীরিক দূরত্ববিধি মানা হয়নি। এমনকী অনেকের মুখে মাস্ক পর্যন্ত ছিল না।

এলগিন রোডের ওই হুক্কা বার থেকে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হল মহম্মদ খালিদ রাজা, মহম্মদ বাদরে আলাম খান, সলমন খান। তারা প্রত্যেকেই ওয়াটগঞ্জ থানা এলাকার বাসিন্দা। অ্যাস্টন রোডের হুক্কা বার থেকে আরও সাতজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতেরা হল মিন্টু পাণ্ডে, শাহবাজ আলম, মহম্মদ সইফ, মহম্মদ সিকান্দর ওয়ারশি, ইরফান আহমেদ আরিফ, মহম্মদ বাবর খান, মহম্মদ আকবর। প্রত্যেকের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করে পুলিশ।

[আরও পড়ুন: ১১ মার্চ বাজারে আসতে পারে LIC’র শেয়ার, দাম জানলে চমকে যাবেন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement