Advertisement
Advertisement

Breaking News

মাদকচক্র

কলকাতায় ফের মাদকচক্রের পর্দা ফাঁস, হেরোইন-সহ পুলিশের জালে এক

বাজেয়াপ্ত লক্ষাধিক টাকার হেরোইন৷

Kolkata Police arrested one person with brownish powder said to be heroin
Published by: Tanujit Das
  • Posted:September 16, 2019 3:06 pm
  • Updated:September 16, 2019 3:08 pm  

অর্ণব আইচ: শহরে ফের বড়সড় মাদকচক্রের পর্দা ফাঁস করল কলকাতা পুলিশ৷ রবিবার নারকেলডাঙ্গা থানা এলাকায় গোপন অভিযান চালিয়ে কয়েক লক্ষ টাকার মাদক হেরোইন-সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করলেন নারকোটিক সেলের গোয়েন্দারা৷ ধৃতের নাম শান্তিপদ পাল৷ বাড়ি নদিয়া৷ ধৃতকে সোমবার শিয়ালদহ আদালতে তোলা হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা৷

[ আরও পড়ুন: ফুচকা তৈরির সময় অগ্নিকাণ্ড, কালীঘাটে দগ্ধ ২ ভাই ]

Advertisement

পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে তাঁরা আগেই জানতে পেরেছিলেন, রবিবার ওই অঞ্চলে মাদক বিক্রির পরিকল্পনায় কলকাতায় আসছে ধৃত শান্তিপদ পাল৷ সূত্র মারফত পাওয়া সেই খবরের ভিত্তিতেই ধৃতকে পাকড়াও করতে জাল পাতেন গোয়েন্দারা৷ আগে থেকেই নির্দিষ্ট স্থানে ওঁত পেতে বসেছিলেন তাঁরা৷ শান্তিপদ সেখানে আসতেই সুযোগ বুঝে তাকে গ্রেপ্তার করেন তদন্তকারীরা৷ এরপর ধৃতকে সার্চ করলে বাদামি রঙের এক ধরনের মাদক পাউডার, অনুমান হেরোইন, বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা৷ পুলিশের দাবি, বাজেয়াপ্ত হওয়া মাদকের বাজার মূল্য প্রায় ৪৫ লক্ষ টাকা৷

[ আরও পড়ুন: বউবাজারের সোনাপট্টির পুনর্বাসন পোদ্দার কোর্টে, ফর্ম ভরলেই মিলবে ঘর ]

জানা গিয়েছে, গ্রেপ্তারির পর ধৃতকে জিজ্ঞাসাবাদ করেছেন গোয়েন্দারা৷ প্রাথমিক জেরায় ধৃত জানিয়েছে, ধৃতের বাড়ি নদিয়া জেলার কালীগঞ্জ থানার অন্তর্গত বারো চাঁদঘর গ্রামে৷ দীর্ঘদিন ধরেই এই ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে সে৷ এর আগে একাধিকবার কলকাতায় এই মাদক পাচার করতে এসেছিল৷ সেদিনও ওই মাদক বিক্রির উদ্দেশ্যেই এসেছিল৷ আজ, সোমবার ধৃতকে শিয়ালদহ আদালতে তুলবেন তদন্তকারীরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement