Advertisement
Advertisement

Breaking News

Kolkata Municipality

১ বছরে ৫০ হাজার গাছ লাগিয়েও প্লাস্টিকই আক্ষেপ কলকাতার মেয়রের

গড়িয়াহাটের বিরাট অগ্নিকাণ্ডের পরও হকাররা উদাসীন বলেই অভিযোগ।

Kolkata Municipality planted more than 50,000 trees in 1 year। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:December 29, 2022 1:59 pm
  • Updated:December 29, 2022 6:33 pm  

অভিরূপ দাস: কথা দিয়েছিলেন। কথা রাখলেন। ২০২১-এর ২৮ ডিসেম্বর শপথ নিয়েছিল পুরসভার নয়া বোর্ড। ফি-বছর দেবেন কাজের খতিয়ান। বলেছিলেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। সেইমতো বুধবার তিনি দিলেন বিগত একবছরের কাজের ফিরিস্তি। একই সঙ্গে বললেন, ‘‘চেষ্টা করেও হকারদের প্লাস্টিক ব‌্যবহার ঠেকানো যায়নি। গড়িয়াহাটে এত বড় অগ্নিকাণ্ডের পরেও হকাররা শুনছেন না।’’ রাজ‌্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কাছে তাঁর অনুরোধ, প্লাস্টিক ব‌্যবহারে ক্ষতিপূরণের বিষয়টা পুলিশের হাতে তুলে দেওয়া হোক।

মেয়রের কথায়, পুর আধিকারিকদের নানা কাজ করতে হয়। সবসময় অভিযান চালানো সম্ভব নয়। পুলিশ কর্মীরা রাস্তাতেই থাকেন। তাঁদের পক্ষে আকস্মিক অভিযান চালানো সহজ হবে। এদিন পুরসভায় একবছরের কাজের খতিয়ান দিতে গিয়ে মেয়র জানিয়েছেন, ৩৬৫ দিনে ৫০ হাজার দু’শো গাছ লাগিয়েছে পুরসভা। এর মধ্যে ১০ হাজার দুশো গাছ লাগানো হয়েছে রাস্তার দু’ধারে।

Advertisement

[আরও পড়ুন: রেলে সাইবার নিরাপত্তায় বড়সড় গলদ! অনলাইনে নিলামে ৩ কোটি যাত্রীর ব্যক্তিগত তথ্য]

কাজের পাশাপাশি মানুষের সমস‌্যার সমাধানও হয়েছে দ্রুত। গত এক বছরে ৬৪৬টা অভিযোগ এসেছে ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে। তার মধ্যে মীমাংসা হয়েছে আশি শতাংশ সমস‌্যার। অন‌্যদিকে হোয়াটসঅ‌্যাপে মেয়র ২ হাজার ৪৫৭টি অভিযোগ পেয়েছেন। তার সত্তর সতাংশ মিটিয়ে দেওয়া হয়েছে। মহানগরের জমা জলের সমস‌্যা মেটাতে ৭৯টা ড্রেনেজ পাম্পিং স্টেশন রয়েছে। তার মধ্যে গত একবছরে হয়েছে গল্ফ গ্রিন পাম্পিং স্টেশন, কবিতীর্থ পাম্পিং স্টেশন, বডিগার্ড লাইন পাম্পিং স্টেশন, কুঁদঘাট পাম্পিং এবং শকুন্তলা পার্ক পাম্পিং স্টেশন।

এই মুহূর্তে কলকাতা পুরসভা এলাকায় ৬৬টি বুস্টার পাম্পিং স্টেশন রয়েছে। তিনটে নতুন বুস্টার পাম্পিং স্টেশন তৈরি করা হয়েছে চলতি বছরে। মেয়র জানিয়েছেন, ১০২, ১০৫ এবং ১২২ নম্বর ওয়ার্ডে তৈরি হয়েছে নতুন বুস্টার পাম্পিং স্টেশন। বহরে বাড়ছে কলকাতা। সেদিকে নজর রেখে গার্ডেনরিচে ২৫ মিলিয়ন গ‌্যালন জল উৎপাদন ক্ষমতা বাড়ানো হয়েছে। ধাপায় আরও ৩০ মিলিয়ন গ‌্যালন জল উৎপাদন ক্ষমতা বাড়ানো হয়েছে। গড়িয়ায় আরও ১০ মিলিয়ন গ‌্যালন জল উৎপাদন ক্ষমতা বাড়ানো হয়েছে। এই মুহূর্তে পুরসভায় ৭৩টি কমিউনিটি হল আছে। আরও ৭২টি কমিউনিটি হল তৈরির কাজ চলছে। পুরসভার স্বাস্থ‌্য বিভাগে হাসপাতাল তৈরি করেছে খিদিরপুরে। ১০০ বেডের এই হাসপাতাল উদ্বোধন হবে নতুন বছরের শুরুতেই।

[আরও পড়ুন: ‘আমার উত্থান শুরু রাজীব গান্ধীর আমলে’, ‘মোদি ঘনিষ্ঠতা’ নিয়ে সাফাই আদানির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement