Advertisement
Advertisement
Kolkata Municipal election

KMC Election: প্রতি ওয়ার্ডে মহিলাদের জন্য শৌচালয়, নিকাশিতে জোর, পুরভোটে তৃণমূলের ইস্তেহারে ১০ ঘোষণা

একঝলকে দেখে নিন আর কী কী প্রতিশ্রুতি রয়েছে ইস্তেহারে।

Kolkata Municipal Election: Here are 10 things TMC announces in election manifesto for KMC polls 2021 | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:December 11, 2021 2:32 pm
  • Updated:December 11, 2021 3:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘দশ দিগন্ত কলকাতা’ অর্থাৎ নাগরিক পরিষেবার উন্নতির দশদিক মাথায় রেখে কলকাতা পুরভোটের (Kolkata Municipal Election) ইস্তেহার প্রকাশ করল শাসকদল তৃণমূল (TMC)। স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবার উন্নতি থেকে শুরু করে মহিলা নিরাপত্তায় নজর – এসব দিকেই জোর দেওয়া হয়েছে ইস্তেহারে (Manifesto)। তবে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য – কলকাতা পুরসভার (KMC) প্রতিটি ওয়ার্ডে মহিলাদের জন্য শৌচালয় (Ladies Toilet)। নারীদের দৈনন্দিন সুবিধার কথা  মাথায় রেখে এই ঘোষণা করা হল।  পরিচ্ছন্ন শৌচালয়ে থাকলে কলকাতার পথেঘাটে মহিলাদের চলাচলে আরও সুবিধা হবে। এই প্রতিশ্রুতি নিঃসন্দেহে নাগরিক পরিষেবা উন্নয়নে এক বড় পদক্ষেপ।  শনিবার দুপুরে মহারাষ্ট্র নিবাস থেকে দলীয় ইস্তেহার প্রকাশ করলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি (Subrata Bakshi)। বাংলা ছাড়াও হিন্দি, উর্দু ও ইংরাজি ভাষায় প্রকাশ করা হয়েছে ইস্তেহারটি। 

[আরও পড়ুন: ‘আমার স্বামীকে ভোট দেবেন না,’ পুরভোটে বিজেপি প্রার্থীর হার চান খোদ স্ত্রী!]

এছাড়া কলকাতা শহরের জল জমার সমস্যাকে মাথায় রেখে নাগরিকদের  সুবিধায় তা দ্রুত সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ইস্তেহারে। ফের পুরসভায় তৃণমূল ক্ষমতায় এলে আরও  ২০০ টি পাম্প বসানো হবে শহরে। ইস্তেহারে আর কী কী রয়েছে, দেখে নিন একঝলকে – 

Advertisement
  • পাড়ায় পাড়ায় তৈরি হবে ‘নিষ্পত্তি সেল’। কোথাও সমস্যা হলে দ্রুত সুরাহা করার চেষ্টা হবে
  • নিকাশি ব্যবস্থার উন্নতি আরও ২০০ টি পাম্প 
  • পরিশ্রুত পানীয় জল সরবরাহে আরও জোর
  • ৩০ টি ডেঙ্গু নিয়ন্ত্রণে স্বাস্থ্য সেন্টার তৈরি করবে
  • স্বাস্থ্যকেন্দ্রগুলি ২৪ ঘণ্টা খোলা রাখার ব্যবস্থা
  • জন্ম-মৃত্যুর শংসাপত্র মিলবে সম্পূর্ণ অনলাইনে
  • নাইট শেল্টার বাড়ানোর চেষ্টা। ৮ টি আছে। আরও ৪টি করার উদ্যোগ নেওয়া হবে
  • কলকাতার পার্ক, বাজারহাট পরিচ্ছন্নতায় জোর

এদিন ইস্তেহার প্রকাশের অনুষ্ঠানে কলকাতা পুরসভার ১৪৪ টি ওয়ার্ডের প্রার্থীরা উপস্থিত ছিলেন। তাঁদের আরও একবার ভোটের লড়াইয়ে নামার আগে ভোকাল টনিক দিয়েছেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তাঁর বক্তব্য, ”১৪৪ টি ওয়ার্ডেই আমরা জিতব। কোথায় কোথায় আমাদের দুর্বলতা রয়েছে, কোথায় কাজ বাকি, সেদিকে আরও বেশি করে নজর দিতে হবে। যাঁরা নির্বাচিত হবেন, তাঁরা মনে রাখবেন, যেন সারাবছর এলাকায় আপনাদের দেখা যায়।”  সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ”আত্মতুষ্টি নয়, সকলে একত্রিত হয়ে নির্বাচনী লড়াইয়ে নামুন।” আগামী ১৯ তারিখ কলকাতায় পুরভোট, ২১ তারিখ ফলপ্রকাশ। আর তারপরই বিজয় উৎসব পালন করবে তৃণমূল।

[আরও পড়ুন: বাণিজ্যনীতির বিশ্বাসযোগ্যতা আনুক লগ্নি, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে বিনিয়োগের বার্তা রাজ্যের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement