রূপায়ণ গঙ্গোপাধ্যায়: কলকাতা পুরভোটের (Kolkata Municipal Election) আগে হাতে আর মাত্র ক’টা দিন। ইতিমধ্যে প্রচারের পাশাপাশি বিভিন্ন দলের নির্বাচনী ইস্তেহার প্রকাশের প্রস্তুতি চলছে। বুধবার বিজেপির (BJP) তরফে ‘মিশন কলকাতা’ নামে ইস্তাহারটি প্রকাশ করা হবে। সোমবার গভীর রাত পর্যন্ত কলকাতার এক পাঁচতারা হোটেলে দলের গুরুত্বপূর্ণ বৈঠকে স্থির হয়েছে ইস্তেহারের খুঁটিনাটি। তবে আনুষ্ঠানিক প্রকাশের আগেই ‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’-এর হাতে এসে পৌঁছল গেরুয়া শিবিরের নির্বাচনী ইস্তেহার। একঝলকে দেখে নেওয়া যাক, পুরভোটের প্রচারে এবার কোন কোন অস্ত্র নিয়ে ঝাঁপাচ্ছে বিজেপি –
KMC Manifesto_English (2) KMC Manifesto_English (1)
সোমবার রাতে পাঁচতারা হোটেলে বিজেপি প্রার্থীদের নিয়ে বৈঠক করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhiakri)। সকলে তাঁর কাছে আলাদা করে সমস্যার কথা তুলে ধরেন। তাঁরা জানান, প্রচারের জন্য কর্মী, সমর্থক পাওয়া যাচ্ছে না। মণ্ডল সভাপতিরা নামছে না। এসব শুনে শুভেন্দু অধিকারীর বক্তব্য, ”ভোট পরবর্তী সন্ত্রাসের জন্য একটা পরিস্থিতি তৈরি হয়েছে। দল পুরো শক্তি নিয়ে প্রার্থীদের পাশে থাকবে।”
দক্ষিণ কলকাতায় দশটি ওয়ার্ডে নির্বাচনী দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন শুভেন্দু অধিকারী। ওই দশটি ওয়ার্ডে প্রচার থেকে শুরু করে সব কাজকর্ম দেখবেন তিনি। এ প্রসঙ্গে বৈঠকে তিনি বললেন, ”এই ১০ টা ওয়ার্ডে আমি নিজে নেতা নয়, সাধারণ কর্মীদের মতো কাজ করব। আমার এই হোয়াটস অ্যাপ নম্বর লিখে নিন। এখানে সব জানান৷” বুধবার বিকেল ৩ টে নাগাদ দলের রাজ্য দপ্তর থেকে ইস্তেহার (Manifesto) প্রকাশিত হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.