ফাইল ছবি
নব্যেন্দু হাজরা: করোনাকালে কলকাতা মেট্রোয় (Kolkata Metro) টোকেনের ব্যবহার বন্ধ। স্মার্ট কার্ডই ভরসা। এই পরিস্থিতিতে যাঁরা নতুন করে স্মার্ট কার্ড তৈরি করাবেন তাঁদের জন্য রয়েছে দুঃসংবাদ। কারণ, এবার বাড়ছে স্মার্ট কার্ডের খরচ। স্মার্ট কার্ড তৈরি করতে লাগবে অতিরিক্ত ২০ টাকা। মেট্রো রেল সূত্রে খবর, ১৪ নভেম্বর থেকে কার্যকর নয়া নিয়ম।
বর্তমানে মেট্রোর স্মার্ট কার্ড করতে লাগে ১০০ টাকা। তাতে সিকিউরিটি ডিপোজিট হিসাবে ৬০ টাকা থাকে। সেক্ষেত্রে যাঁরা প্রথমবার মেট্রো সফর করছেন তাঁরা, স্মার্ট কার্ড করালে যাতায়াতের জন্য বাকি থাকে মাত্র ৪০ টাকা। মেট্রো রেল সূত্রে খবর, আগামী ১৪ নভেম্বর থেকে বাড়তে চলেছে স্মার্ট কার্ডের খরচ। এবার স্মার্ট কার্ড তৈরি করতে ১২০ টাকা লাগবে। সিকিউরিটি ডিপোজিট ৬০ থেকে বেড়ে দাঁড়াবে ৮০ টাকা। তবে প্রথমবার স্মার্ট কার্ড কেনার পর মেট্রো সফরের জন্য বাকি থাকবে ৪০ টাকাই।
এদিকে, আগামী সোমবার থেকেই বাড়ছে মেট্রো পরিষেবা। আগামী সপ্তাহ থেকে প্রতিদিন দমদম থেকে দক্ষিণেশ্বর এবং কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ২৭২টি মেট্রো চলবে। সকাল ৭টা থেকেই শুরু হবে পরিষেবা। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ১৮তে। দমদম থেকে কবি সুভাষগামী এবং কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে ৯টায়।
বর্তমানে শনিবার ২১৪টি মেট্রো যাতায়াত করে। আগামী ২০ নভেম্বর থেকে সেই সংখ্যাটা বেড়ে দাঁড়াবে ২২০। সেদিনও সকাল ৭টা থেকেই দমদম-দক্ষিণেশ্বর, কবি সুভাষ-দক্ষিণেশ্বর, দমদম-কবি সুভাষ, দক্ষিণেশ্বর-কবি সুভাষ পর্যন্ত মিলবে পরিষেবা। রবিবার মেট্রো পরিষেবার সময়সীমায় কোনও বদল নেই। এখনই চালু হচ্ছে না টোকেন। স্মার্ট কার্ডের মাধ্যমে মেট্রোয় যাতায়াত করতে হবে যাত্রীদের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.