Advertisement
Advertisement

Breaking News

Kolkata Metro

ফুটবলপ্রেমীদের জন্য সুখবর! যুবভারতীতে আইএসএলের ম্যাচের দিনগুলোয় চলবে বিশেষ মেট্রো

কখন ছাড়বে শেষ মেট্রো? কী জানাল কর্তৃপক্ষ?

Kolkata Metro will run one special train on each Isl match day
Published by: Subhankar Patra
  • Posted:September 20, 2024 5:40 pm
  • Updated:September 20, 2024 8:41 pm  

নব্যেন্দু হাজরা: ফুটবলপ্রেমীদের জন্য সুখবর! আইএসএল ফুটবল টুর্নামেন্টে যুবভারতী স্টেডিয়ামে ম্যাচের দিনগুলোতে বিশেষ মেট্রো চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খেলার দিনগুলোতে সল্টলেক স্টেডিয়াম স্টেশন থেকে শিয়ালদহমুখী শেষ মেট্রো (Kolkata Metro) ছাড়বে রাত ১০টা ১৫ মিনিটে। রাতে দর্শকদের বাড়ি ফেরার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত বলে জানিয়েছে মেট্রো।  

চলতি মাসের ১৩ তারিখ থেকে শুরু হয়েছে ইন্ডিয়ান সুপার লিগ। যুবভারতী প্রথম খেলা আগামী ২৩ তারিখ। সেই দিন থেকেই বাকি খেলার দিনগুলিতে দর্শকদের সুবিধার্থে বিশেষ মেট্রো চালানো হবে।

Advertisement

মেট্রো রেলের সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ২৩, ২৭ তারিখ, অক্টোবর মাসের ৫ ও ১৯ তারিখ, নভেম্বর মাসের ৯, ২৩, ২৯ ও ৩০ তারিখ, বছরের শেষ মাসের ১২, ১৪, ১৭ ও ২১ তারিখ বিশেষ মেট্রো চলবে। আইএসএলের চলতি বছরের সূচি অনুযায়ী, মোহনবাগান-ইস্টবেঙ্গলের ডার্বি ম্যাচ রয়েছে আগামী ১৯ অক্টোবর।

আইএসএল কর্তৃপক্ষের তরফ থেকে চলতি বছরে ক্রীড়াসূচি প্রকাশ করা হয়েছে। সেই মোতাবেকই তারিখ অনুযায়ী বিশেষ মেট্রো চলানোর ঘোষণা করা হয়েছে। মেট্রো সূত্রের খবর, বাকি তারিখগুলি ঘোষণার পর সেই মতো সিদ্ধান্ত নেওয়া হবে।

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ‘আইএসএলের ম্যাচ শেষের পর ফুটবলপ্রেমীদের বাড়ি ফিরে যাওয়া নিয়ে চিন্তা করতে হবে না। যুবভারতীতে ম্যাচের দিনগুলোতে বিশেষ মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রাপথ শেষ হবে শিয়ালদহ স্টেশনে।’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement